১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১, ১২ শাবান ১৪৪৬
`

প্রবীণ নারী রুখমিনিয়ার বয়স ১১৬ বছর

প্রবীণ নারী রুখমিনিয়া পাশি - ছবি : নয়া দিগন্ত

বিশ্বের অন্যতম এক বয়স্ক নারীর সন্ধান মিলেছে মৌলভীবাজারে। ওই মানুষটির নাম রুখমিনিয়া পাশি। জাতীয় পরিচয় পত্রের তথ্য অনুযায়ী তার বয়স এখন ১১৬ বছর চার মাস একদিন।

রুখমিনিয়ার বাড়ি জেলার রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের রাজনগর চা বাগানের রাউবাড়ি এলাকায়। ওই চা বাগানেই বসবাস করছেন তিনি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী, তারচেয়ে বেশি বয়স্ক নারীর নাম সিসটার ইনা ক্যানাবারো লুকাস। তথ্য অনুযায়ী ব্রাজিলের এই নারীর বয়স ১১৬ বছর ২১০ দিন।

স্থানীয়দের সাথে আলাপ করে জানা গেছে, প্রায় ২০০ বছর আগে রুখমিনিয়া পাশি ও তার বাপ দাদা ভারতের উত্তর প্রদেশের বিহার থেকে বাংলাদেশে আসেন। মৌলভীবাজার সদর ইউনিয়নের গিয়াসনগর চা বাগানে। চা শ্রমিক হিসেবে বাবা হরিদেও পাশি এখানে বসবাস শুরু করেন। রুখমিনিয়া রাজনগর চা বাগানের ভগবান দাস পাশির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বৈবাহিক সূত্রে রাজনগর উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে চা শ্রমিক হিসেবে যোগদান করে তিনি ওই বাগানের রাউবাড়ি এলাকায় তার বসবাস।

ভোটার আইডি কার্ডে দেখা যায়, রুখমিনিয়ার বয়স ১১৭ বছর। সেখানে তার জন্ম তারিখ লেখা হয়েছে ৯ অক্টোবর ১৯০৮। স্বামীর নাম ভগবান পাশি মায়ের নাম ধনেশ্বরী পাশি। ভোটার আইডি নম্বর ৫৮১৮০৭৩৪০৩৮৬৩।

রুখমিনিয়া বাংলা ভাষায় ঠিকমতো কথা বলতে পারেন না। বয়সের ভারে অনেকটা নুয়ে পড়েছেন। কানেও কম শুনেন।

কথা হলে তার নিজস্ব ভাষায় বলেন, ব্রিটিশ আমলে চা চাষের জন্য বাপ দাদারা এখানে আসেন। অল্প বয়সে বিয়ে হয়েছে তার। বিয়ের পর শত বছর আগে রাজনগর সাবেক নাম সোনাতুলা চাবাগানে পাতা তোলার কাজ করেছেন। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের খবর শোনেন তিনি।

তার স্বজনরা জানায়, ভোটার তালিকায় বয়স কিছুটা বেশি মনে হলেও। তার বয়স ১১২/১১৩ বছরের কম হবে না।

রাজনগর উপজেলার টেংরা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উমেষ যাদব বলেন, ভোটার তালিকা হালনাগাদের কাজে গিয়ে আমি প্রথমে কর্তন ফরম বের করি তার নাম কর্তন করার জন্য। পরে দেখলাম বেঁচে আছেন তিনি। বয়স্ক এই নারীকে দেখে আমি অবাক হয়েছি।

তিনি বলেন, ‘নিঃসন্দেহে অনুমান করা যায় রুখমিনিয়া একজন অতি প্রবীণ মানুষ। গিনেস বুকে তার নাম (রুখমিনিয়া পাশি) পাঠানো উচিত। এ জন্য সরকারের পাশাপাশি চাবাগান কর্তৃপক্ষও এগিয়ে আসতে পারেন’।

রুখমিনিয়া পাশির ৬২ বছর বয়সী ছেলে হেমন্ত পাশি বলেন,‘ আমার মায়ের বয়স ১১৬ বছর হয়েছে। তিনি মোটামুটি সুস্থ আছেন। বার্ধক্যজনিত কারণে অনেক ভেঙে পড়েছেন। আমরা ঠিকমতো তার সেবাযত্ন করি।

রাজনগর চা বাগানের রাউবাড়ি এলাকার ৭৫ বছর বয়সী কপিল পাশি বলেন, ‘আমরা ছোট বেলা রুখমিনিয়াকে বয়স্ক মহিলা হিসেবে দেখেছি। তার বয়স কম হলেও ১১২ বছর হবে’।

একই এলাকার ৭০ বয়সী নারী শ্রীপাতি পাশি বলেন,‘ ব্রিটিশ আমলে রুখমিনিয়ার বিয়ে হয়েছে। তার জীবনী শক্তি অটুট ছিল। শারীরিক গঠন ভালো থাকায় এখনো বেঁচে আছেন। তার দু’ছেলে ও এক মেয়েসহ অনেক নাতি-নাতনি আছে।’

টেংরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাম দুলারী নুনিয়া বলেন, রুখমিনিয়াকে দেখতে অনেক বয়স্ক মনে হয়। এলাকার সবাই তাকে প্রবীণ হিসেবে জানেন।

রাজনগর উপজেলা নির্বাহী অফিসার আফরোজা হাবিব শাপলা বলেন, ‘আমরা তদন্ত করে বিষয়টি দেখবো। তার কাছে ভোটার আইডি কার্ড ছাড়া আর কোনো ডকুমেন্ট (নথি) নেই। কোনো শিক্ষাগত সনদ না থাকায় বিষয়টি যাচাই বাছাই করে দেখতে হবে। যদি তার স্বজনরা সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে সঠিক বয়স নির্ণয় করেন। তা হলে আমরা যথাযথ কর্তৃপক্ষের নিকট বিষয়টি জানাবো।’


আরো সংবাদ



premium cement
টিকিট সিন্ডিকেট ভাঙার খবরে স্বস্তি বাংলাদেশে আদানিকে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহের আহ্বান আবরার হত্যা মামলায় হাইকোর্টে তৃতীয় দিনের শুনানি সাবেক মেয়র আতিকসহ ৬ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ বাংলাদেশ-ভিয়েতনাম সরাসরি বিমান চলাচল নিয়ে আলোচনা রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত মানিকগঞ্জে থানায় দায়িত্বরত অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যু সোনারগাঁওয়ে ধরা পড়ল ৮ মণ ওজনের শাপলাপাতা মাছ তরুণদের হাত ধরেই বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হবে : যুব ও ক্রীড়া উপদেষ্টা সাড়ে ১৬ হাজার গায়েবি মামলা প্রত্যাহার হচ্ছে : আইন উপদেষ্টা তৌহিদী জনতাকে হুমকি নয়, সতর্ক করেছি : উপদেষ্টা মাহফুজ

সকল