১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১, ১১ শাবান ১৪৪৬
`

সাবেক এমপি আব্দুল মজিদ খান নাইন মার্ডার মামলায় কারাগারে

সাবেক এমবি আব্দুল মজিদ খান - ছবি : নয়া দিগন্ত

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খানকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বানিয়াচং-এর নাইন মার্ডার মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে আব্দুল মজিদ খানকে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: আব্দুল আলীম-এর আদালতে হাজির করা হয়।

এ সময় রাষ্ট্রপক্ষে এসআই নাজিম উদ্দিন বানিয়াচং-এর নাইন মার্ডার মামলার আসামি হিসাবে আব্দুল মজিদ খানকে কারাগারে পাঠানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি ঢাকা থেকে গ্রেফতার হন আব্দুল মজিদ খান।

আদালত পাড়ায় অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল সাড়ে ১০টার দিকে কোর্ট হাজতখানা এলাকা পরিদর্শনে আসেন পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান।

সকাল ১১টায় কড়া নিরাপত্তায় আব্দুল মজিদ খানকে কোর্টে তুলা হয়। প্রায় দু’মিনিটের শুনানি শেষে আব্দুল মজিদ খানকে কারাগারে নেয়া হয়।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বানিয়াচংয়ে গত ৪ আগস্ট নয়জনের মৃত্যু ঘটে। এ বিষয়ে জিআর মামলা করা হয়। আব্দুল মজিদ খান ওই মামলার ২ নম্বর আসামি।


আরো সংবাদ



premium cement

সকল