১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১, ১১ শাবান ১৪৪৬
`

সুনামগঞ্জে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার আরো ৭

গত ২৪ ঘণ্টায় সাতজনসহ মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে - ছবি : নয়া দিগন্ত

সুনামগঞ্জে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনায় জেলার বিভিন্ন থানা এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় সাতজনসহ মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন শান্তিগঞ্জ উপজেলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বগলাকাড়া গ্রামের বাসিন্দা মো: শাহান উদ্দিন (৩৩), সুনামগঞ্জ সদর থানার মঙ্গলকাটা গ্রামের বাসিন্দা ও জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রমজান আলী (৬০), মধ্যনগর থানার রৌয়া গ্রামের বাসিন্দা ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো: খোকন মিয়া (৪০), জগন্নাথপুর থানার কেশবপুর গ্রামের বাসিন্দা ও জগন্নাথপুর পৌরসভা আওয়ামী লীগের দফতর সম্পাদক মো: কামরুল হাসান তেরা মিয়া (৪০), তাহিরপুর থানার সোলেমানপুর গ্রামের বাসিন্দা ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সহ-সভাপতি মো: আকরামিন হোসেন (২১), ছাতক থানার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা ও ইসলামপুর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জানে আলম (২৮) এবং সুনামগঞ্জ সদর থানার ঘাসিগাঁও গ্রামের বাসিন্দা ও জাহাঙ্গীরনগর ইউনিয়নের যুবলীগের সাবেক আহ্বায়ক আবুল কালাম আজাদ (৪০)।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: জাকির হোসেন জানান, গ্রেফতার হওযা ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদের জেলহাজতে পাঠিয়েছেন। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধীদের গ্রেফতারে এই অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, অপারেশন ডেভিল হান্টে এর আগে দু’ চেয়ারম্যানসহ ছয়জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement
তানযীমুল উম্মাহ হেফজ মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত জনপ্রশাসনে আচরণগত পরিবর্তনে সুপারিশ কমিশনের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা কুটি মোল্লা গ্রেফতার দোহারে সাব-রেজিস্ট্রার অফিসে তালা দিল দলিল লেখকরা বইমেলার ঘটনায় ৭ সদস্যের কমিটি, ৩ দিনের মধ্যে রিপোর্ট মির্জাপুরে ঢাকা কলেজ ছাত্রলীগের আহ্বায়কসহ গ্রেফতার ২ আকাশপথের ভাড়া নিয়ে যে নির্দেশনা দিলো মন্ত্রণালয় অডিট ম্যানেজের টাকা উত্তোলনের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি জর্জিয়ায় আরো বাংলাদেশী শিক্ষার্থী ভর্তি করার জন্য পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান ব্যাংক ডাকাতদের কিভাবে আইনের আওতায় আনবেন? ফিলিস্তিনিদের ভাগ্য বিড়ম্বনার শেষ কোথায়

সকল