১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১, ১১ শাবান ১৪৪৬
`

সিলেটে ১৩ পুলিশ সদস্য ক্লোজড

-

চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জ থানার ১৩ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। এর মধ্যে দুইজন এসআই, দুইজন এএসআই ও নয়জন কনস্টেবল রয়েছেন। ক্লোজড করার পর তাদের সিলেট পুলিশলাইন্সে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে তাদের ক্লোজড হওয়ার বিষয়টি নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।

এর আগে সোমবার (১০ ফেব্রুয়ারি) সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: রাসেলুর রহমান স্বাক্ষরিত এক আদেশে তাদেরকে ক্লোজড করা হয়।

ক্লোজড হওয়া ১৩ পুলিশ সদস্য হলেন- এসআই খোকন চন্দ্র সরকার ও মিলন ফকির, এএসআই শিশির আহমেদ মুকুল ও শামীম হাসান, কনস্টেবল নাজমুল আহসান, মুন্না চৌধুরী, নাইমুর রহমান, তুষার পাল, আবু হানিফ, সাখাওয়াত সাদী, সাগর চন্দ্র দাস, মেহেদী হোসেন ও কিপেস চন্দ্র রায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা কেটে পাথর উত্তোলন শুরু করে স্থানীয়রা। টিলার পাথরবাহী গাড়ি থেকে চাঁদাবাজির অভিযোগে উঠে কোম্পানীগঞ্জ থানার কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে। এমন কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে বিভিন্ন গনমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর তাদেরকে ক্লোজড করে সিলেট পুলিশলাইন্সে সংযুক্ত করা হয়।

সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, ‘কোম্পানীগঞ্জ থানার কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাই আমরা। এর পরিপ্রেক্ষিতে এসআইসহ ১৩ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। তাদের আপাতত অন্য কোনো কর্মস্থলে দেয়া হয়নি। তদন্তের পরে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’


আরো সংবাদ



premium cement
জনপ্রশাসনে আচরণগত পরিবর্তনে সুপারিশ কমিশনের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা কুটি মোল্লা গ্রেফতার দোহারে সাব-রেজিস্ট্রার অফিসে তালা দিল দলিল লেখকরা বইমেলার ঘটনায় ৭ সদস্যের কমিটি, ৩ দিনের মধ্যে রিপোর্ট মির্জাপুরে ঢাকা কলেজ ছাত্রলীগের আহ্বায়কসহ গ্রেফতার ২ আকাশপথের ভাড়া নিয়ে যে নির্দেশনা দিলো মন্ত্রণালয় অডিট ম্যানেজের টাকা উত্তোলনের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি জর্জিয়ায় আরো বাংলাদেশী শিক্ষার্থী ভর্তি করার জন্য পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান ব্যাংক ডাকাতদের কিভাবে আইনের আওতায় আনবেন? ফিলিস্তিনিদের ভাগ্য বিড়ম্বনার শেষ কোথায় ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ১৬

সকল