১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১, ১১ শাবান ১৪৪৬
`

অপারেশন ডেভিল হান্ট : সিলেটে গ্রেফতার ২২

সিলেটে যৌথবাহিনীর অভিযান - ছবি : নয়া দিগন্ত

অপরাধীদের গ্রেফতার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সারাদেশের মতো সিলেটেও শুরু হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’। অভিযানে গত ২৪ ঘণ্টায় এই বিভাগের ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত সিলেটে পুলিশ বাহিনী পরিচালিত অভিযানে এ গ্রেফতারের তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, গ্রেফতারদের সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী। এদের মধ্যে সিলেট মহানগর এলাকায় ছয়জন, সুনামগঞ্জ জেলায় ছয়জন, মৌলভীবাজার জেলায় সাতজন ও হবিগঞ্জ জেলার তিনজন রয়েছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে দেশব্যাপী চলছে ‘অপারেশন ডেভিল হান্ট’। তাই পুলিশের সাথে সমন্বয় করে সেনাবাহিনীসহ অন্য সংস্থাগুলো কাজ করছে।

গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে অপারেশনে সন্ত্রাসীদের গ্রেফতার করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন নষ্ট করতে না পারে সেই জন্য এ অপারেশন পরিচালনা করা হচ্ছে।

জানা গেছে, জুলাইয়ে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন চলাকালে প্রকাশ্য অস্ত্রের মহড়া দেখা গেছে। পুলিশের পাশাপাশি দাঁড়িয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে ছাত্র-জনতার উপর গুলি করা হয়েছে। এসব ছবি সিলেটের স্থানীয় ও জাতীয় প্রিন্ট-ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ায় প্রকাশিত হয়েছে। সরকারের বিভিন্ন বাহিনী ও সংস্থার পক্ষ থেকে একাধিকবার এসব ছবি ও ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। কিন্তু গণ-অভ্যুত্থানের ছয় মাস পেরিয়ে গেলেও কোনো অস্ত্রধারী গ্রেফতার হয়নি, উদ্ধার করা হয়নি কোনো অস্ত্র। শুধু তাই নয়, ৫ আগস্ট গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে সিলেট নগরীর বিভিন্ন থানা থেকে লুট হওয়া পুলিশের ১৪টি অস্ত্র এখনো উদ্ধার হয়নি।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম দৈনিক নয়া দিগন্তকে বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সোমবার সন্ধ্যা পর্যন্ত মহানগর এলাকায় অপারেশন ডেভিল হান্টে শুধু পুলিশের অভিযানে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। এখন পর্যন্ত নগর এলাকায় যৌথবাহিনীর হাতে আটক কারো তথ্য আমাদের হাতে আসেনি। আসলে জানানো হবে।’

সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা এএসপি সম্রাট তালুকদার বলেন, ‘সিলেট জেলায় রোববার রাত ১২টা থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়েছে। সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত অভিযান শেষে গ্রেফতার ব্যক্তিদের সংখ্যা জানানো হবে।’

এ ব্যাপারে সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ বলেন, ‘যৌথবাহিনীর সমন্বয়ে সিলেটে অপারেশন ডেভিল হান্ট চলছে। এ লক্ষ্যে সোমবার জেলা প্রশাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত একটি সভায় অপরাধীদের গ্রেফতারে সংশ্লিষ্ট বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।’


আরো সংবাদ



premium cement
মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ করল গুগল যশোরে মাইকে ঘোষণা দিয়ে বিএনপি নেতাদের ওপর আ’লীগের হামলা ট্রাইব্যুনাল আইন সংশোধন করে অধ্যাদেশ জারি স্ত্রীসহ সাবেক ওসি মাজহারুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দুর্নীতির দায়ে কারাদণ্ডপ্রাপ্ত সাবেক গভর্নরকে ট্রাম্পের ক্ষমা সিরাজদিখানে নিখোঁজের ১১ দিন পর লাশ উদ্ধার, আটক ৪ কোনো অন্যায়ের কাছে যুবক তরুণেরা মাথা নত করবে না : ড. শফিকুল ইসলাম মাসুদ ডিসেম্বরকে ধরে নিয়েই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি পাবনায় ট্রলির ধাক্কায় সিএনজির ২ যাত্রী নিহত সংস্কার কমিশনগুলোর প্রস্তাবনা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রকাঠামো পুনর্গঠন করা হবে : আসিফ মাহমুদ লক্ষ্মীপুরে আগুনে ২০ দোকান পুড়ে ছাই

সকল