সিলেটে বিজিবির হাতে আবারো দেড় কোটি টাকার চোরাইপণ্য আটক
- সিলেট ব্যুরো
- ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২৮
সিলেট সীমান্তে এক দিনের ব্যবধানে আবারো দেড় কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য আটক করেছে বার্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হক।
এর আগে শনিবার পৃথক অভিযানে সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে বিজিবি দেড় কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানিয়েছে, রোববার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার তামাবিল, বিছনাকান্দি, সংগ্রাম, প্রতাপপুর, কালাসাদেক, সোনারহাট, কালাইরাগ ও দমদমিয়ায় বাংলাবাজার বিওপি দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় থ্রি পিস, মেডিসিন, মহিষ, বডি স্প্রে, স্কিন সাইন ক্রিম, চিনি, চকলেট, কমলা, ফুচকা, অলিভ অয়েল ও বিড়িসহ চোরাইপণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাক আটক করেছে।
আটক মালামালের আনুমানিক বাজারমূল্যি এক কোটি ৪৫ লাখ ৬৫ হাজার ৬০০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হক জানান, ‘উর্ধ্বতন সদর দফতরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চোরাইপণ্য আটক করা হয়। আটক চোরাইপণ্যের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা