০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১, ৭ শাবান ১৪৪৬
`

সমৃদ্ধ বাংলাদেশ গঠনে মালিক-শ্রমিক ঐক্য গড়তে হবে : মুহাম্মদ ফখরুল ইসলাম

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর ইউনিট সভাপতি-সাধারণ সম্পাদক (দায়িত্বশীল) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমির ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম। - ছবি : নয়া দিগন্ত

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমির ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে অধিকার আদায়ের সব সংগ্রামে শ্রমিকরা সবার সাথে কাঁধে কাঁধ রেখে আন্দোলন-সংগ্রাম করে গেছে। তাদেরকে বাদ দিয়ে জাতীয় উন্নয়ন-অগ্রগতি সম্ভব নয়। আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মালিক-শ্রমিক সবাইকে এক কাতারে এসে ইস্পাত কঠিন ঐক্য গড়তে হবে। দেশে ফ্যাসিবাদের উত্থান রুখে দিতে হবে। সাম্য ও সম্প্রীতির বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর ইউনিট সভাপতি-সাধারণ সম্পাদক (দায়িত্বশীল) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে গড়তে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। শ্রমিকরা রাষ্ট্রের অর্থনীতির চালিকা শক্তি। তাদের ন্যায্য অধিকার ও প্রকৃত মূল্যায়ন নিশ্চিত করতে হবে।

ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরীর সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের সিলেট অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক মাওলানা হাফিজ ফারুক আহমদ ও মহানগর পেশাজীবি-২ থানার আমির আব্দুল্লাহ আল মাহমুদ।


আরো সংবাদ



premium cement