০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪২৩১, ৬ শাবান ১৪৪৬
`

প্রবীণ সাংবাদিকদের জন্য মাসিক ভাতা আগামী বছর থেকে : মুহাম্মদ আবদুল্লাহ

সিলেট সার্কিট হাউজে সিলেটের অসুস্থ, অসচ্ছল সাংবাদিকদের অনুদান ও সাংবাদিক সন্তানদের শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়। - ছবি : নয়া দিগন্ত

সাংবাদিকদের জন্য রাষ্ট্রের অনেক গুরু দায়িত্ব রয়েছে মন্তব্য করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রের ব্যবস্থাপনা পরিচালক ও বিএফইউজে-র সাবেক সভাপতি মুহাম্মদ আবদুল্লাহ বলেছেন, যারা যুগ যুগ ধরে দেশের জন্য কাজ করে যান, প্রবীণ বয়সে তাদের পাশে রাষ্ট্রকে অবশ্যই দাঁড়াতে হবে।

তিনি বলেন, দেশের প্রবীণ সাংবাদিকদের জন্য মাসিক ভাতা চালু নিয়ে গত বোর্ড মিটিংয়ে আলাপ-আলোচনা করে পজিটিভ সিদ্ধান্তে আমরা উপনীত হয়েছি। এর সাথে তথ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়সহ বেশ কিছু সরকারি বিভাগ জড়িয়ে রয়েছে। আমরা কাজ শুরু করেছি। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত প্রতিবন্ধকতা তৈরি না হলে আগামী অর্থবছর থেকে আমরা এই প্রকল্প চালু করতে পারবো। এটা সফল হলে বাংলাদেশের সাংবাদিকদের জন্য একটা যুগান্তকারী কাজ সাধিত হবে ইনশাআল্লাহ।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় সিলেট সার্কিট হাউজে সিলেটের অসুস্থ, অসচ্ছল সাংবাদিকদের অনুদান ও সাংবাদিক সন্তানদের শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের সাংবাদিক সমাজের জন্য কল্যাণ ট্রাস্ট্রের কল্যাণমুখী নানা পরিকল্পনার কথা জানিয়ে আবদুল্লাহ বলেন, আমাদের কোনো নিজস্ব অফিস নেই। আমরা সরকারের কাছে কিছু জায়গার জন্য আবেদন করেছি। এই জায়গা পাওয়া গেলে একটা মাল্টিস্টোরিজ বিল্ডিং হবে। এখানে সাংবাদিক ও সাংবাদিক পরিবারের জন্য একটা হাসপাতাল চালু করা হবে। যেখানে সাংবাদিকরা নামমাত্র অর্থে মানসম্মত চিকিৎসা করাতে পারবেন।

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে এবং সিলেট মেট্রোপলিটান সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খালেদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে সিলেটের সিনিয়র সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর, দৈনিক সিলেটের ডাকের প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, সিলেট মেট্রোপলিটান সাংবাদিক ইউনিয়নের সভাপতি বদরুদ্দোজা বদর, দৈনিক নয়াদিগন্তের সিলেট ব্যুরো প্রধান ও সিলেট মেট্রোপলিটান সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি আবদুল কাদের তাপাদার, বাংলাদেশ বেতারের সিলেট মহানগর সংবাদদাতা আমজাদ হোসাইন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও দৈনিক ইত্তেফাকের সিলেট ব্যুরো প্রধান হুমায়ুন রশীদ চৌধুরী।


আরো সংবাদ



premium cement
প্রশাসনে অতি উৎসাহীদের বিদায় করা হবে : সিনিয়র সচিব ‘দেশের ক্রান্তিলগ্নে অতন্দ্র প্রহরীর ভূমিকায় কাজ করেছে ছাত্রশিবির’ রিপোর্টে নারী ফুটবলারদের শৃঙ্খলা ভঙ্গই উঠে এসেছে কৃষকের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করবে বিএনপি : শহিদুল ইসলাম বাবুল আইসিটি (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ উপদেষ্টা পরিষদে অনুমোদন আওয়ামী লীগ বাংলাদেশের প্রতিটি নাগরিককে পঙ্গু করে রেখেছিল : ড. মাসুদ সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ৩ পল্লী উন্নয়ন অ্যাকাডেমি থেকে বাদ গেল শেখ পরিবারের নাম বইমেলায় ৮ ও ১৫ ফেব্রুয়ারি সময় পরিবর্তন হচ্ছে, থাকছে না শিশুপ্রহর রাখাইন স্টেট : ঘুমধুমে স্থলবন্দর করার চিন্তা করছে সরকার ফ্যাসিবাদ উৎখাত করেছে ছাত্ররা আর তাদের সাহস জুগিয়েছেন শিক্ষকরা

সকল