সিলেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের পাশে জামায়াত
- এম জে এইচ জামিল, সিলেট
- ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৭
সিলেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের মাঝে ঘরের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ মালামাল বিতরণ করেছে জামায়াত।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা জামায়াতের উদ্যোগে ২৬ নম্বর ওয়ার্ডের ঝালোপাড়ায় ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘বিপদ ও দুর্ঘটনা মানুষের জীবনের একটি অংশ। তবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব।’
তিনি বলেন, জামায়াত ধর্ম-বর্ণ নির্বিশেষে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে অতীতে ছিল, এখনো আছে ও ভবিষ্যতেও থাকবে। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
দক্ষিণ সুরমা থানা আমির মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি ফয়জুল ইসলাম জায়গীরদারের পরিচালনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ঘরের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ মালামাল বিতরণ করে জামায়াত।
এ সময় আরো উপস্থিত ছিলেন ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল জলিল নজরুল, সিলেট বারের আইনজীবী অ্যাডভোকেট মকসুদ আহমেদ, ঝালোপাড়া পঞ্চায়েত কমিটির সেক্রেটারি বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম জুনেদ, ঝালোপাড়ার বিশিষ্ট মুরব্বি মতিউর রহমান মতিন, কদমতলী গ্রামের বিশিষ্ট সমাজসেবী শিক্ষানুরাগী সেলিম আহমদ, ভার্থখলা মসজিদ বাজার কমিটির সেক্রেটারি ব্যবসায়ী জামিল আহমদ, জুলাই বিপ্লবে নিহতের বাবা নিখিল কুমার কর, ঝালোপাড়া পূজা কমিটির সভাপতি নীলমনি কর ও সেক্রেটারি দিপংকর পাল, পুরঞ্জ বাবু, ২৬ নম্বর ওয়ার্ডের সভাপতি এস এম মুসা, সেক্রেটারি আব্দুস সোবহান, সহকারী সেক্রেটারি মাহবুব আহমদ, ঝালোপাড়া ইউনিটে সভাপতি মাহতাব আহমদ, সেক্রেটারি মাসুম আহমদ, জামায়াত নেতা আকরাম হোসেন, আরিফ আহমদ ও নান্নু মিয়া প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা