সিলেটে ২৭৮ বস্তা ভারতীয় চিনিসহ আটক ১
- এম জে এইচ জামিল, সিলেট
- ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৪২
সিলেট নগরীতে ২৭৮ বস্তা ভারতীয় চিনিসহ একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) শহরতলীর দাসপাড়া মুসলিম স্কুল এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মখলিছুর রহমান (৩৬)। তিনি সিলেটের জৈন্তাপুর উপজেলার আগফৌদ গ্রামের মরহুম ফখরুল ইসলামের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা থেকে ট্রাকে বালুর নিচে ভারতীয় চিনি লুকিয়ে সিলেট শহরের দিকে নিয়ে আসার খবরে রাস্তায় চেকপোস্ট বসায় শাহপরান থানা পুলিশ। তখন দাসপাড়া মুসলিম স্কুলের পাশে মেসার্স ইসলাম ব্রাদার্সের সামনে ট্রাকটিকে থামিয়ে ২৭৮ বস্তায় (১৩ হাজার ৯০০ কেজি) ভারতীয় চিনি জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৬৮ হাজার টাকা। এ সময় ট্রাকসহ মখলিছুর রহমানকে আটক করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা