০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১, ২ শাবান ১৪৪৬
`
সিলেটে পঞ্চম আলোর অন্বেষণ বইমেলার উদ্বোধন

বাংলাদেশী সংস্কৃতির বিকাশে বইমেলা আয়োজনের বিকল্প নেই

সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে স্বেচ্ছাসেবী সাহিত্য ও সামাজিক সংগঠন ‘আলোর অন্বেষণ’ আয়োজিত ৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করেন অতিথিরা। - ছবি : নয়া দিগন্ত

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, তরুণ প্রজন্মকে শুধু অ্যাকাডেমিক শিক্ষায় নয়, প্রকৃত শিক্ষায় সুশিক্ষিত করে তুলতে পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন ধরণের বই পাঠে আগ্রহী করে তুলতে হবে। বাঙ্গালী নয়, বাংলাদেশী সংস্কৃতির বিকাশ ঘটাতে বইমেলা আয়োজনের বিকল্প নেই।

তিনি বলেন, ফেব্রুয়ারি হচ্ছে ভাষা বিজয়ের মাস। এই মাসের সাথে আমাদের ভাষা, সাহিত্য ও সংস্কৃতির আবেগ জড়িত।পতিত ফ্যাসিস্ট সরকার পুরো রাষ্ট্রযন্ত্রের পাশাপাশি সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনকে কলুষিত করেছে। সিলেটের সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গন থেকে ফ্যাসিবাদের দোসরদের হঠাতে হবে। এই অঙ্গনে জাতীয়তাবাদী বিচরণ বৃদ্ধি করতে হবে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১২টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে স্বেচ্ছাসেবী সাহিত্য ও সামাজিক সংগঠন ‘আলোর অন্বেষণ’ আয়োজিত ৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলোর অন্বেষণ সভাপতি সাজন আহমদ সাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তফাজ্জুল হক সুমনের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সহ-সভাপতি ও ফুড অ্যান্ড টি টেকনোলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোজাম্মেল হক।

এর আগে উপস্থিত অতিথিরা জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বেলুন উড়িয়ে ৫ দিনব্যাপী বইমলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত বইমেলা চলবে।


আরো সংবাদ



premium cement
সিরাজগঞ্জে নদীতে ডুবে ৩ কলেজছাত্র নিখোঁজ, একজনের লাশ উদ্ধার ইংল্যান্ডের ক্লাব এসেক্সে ডাক পেলেন শরিফুল উজিরপুরের সন্ধ্যা নদী থেকে ট্রলার চালক মাহাবুল নিখোঁজ লিবিয়া উপকূলে ২০ লাশ উদ্ধার, সবাই বাংলাদেশী হওয়ার আশঙ্কা জাকসু নিয়ে ছাত্রদল-শিক্ষার্থীদের পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার বিকল্প নেই : রহমাতুল্লাহ ইজতেমায় দুই দিনে ৪ জনের মৃত্যু সুরভি'র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রংপুরে ছাত্র আন্দোলনে নিহত মুন্না হত্যা মামলায় যুব লীগ নেতা গ্রেফতার ১৮ ফুটবলারকে ডেকেছে কমিটি ড্রামের খোলা ভোজ্যতেল জনস্বাস্থ্যের জন্য হুমকি

সকল