সিলেটে ড্রেন থেকে কিশোরের লাশ উদ্ধার
- এমজেএইচ জামিল, সিলেট
- ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৪
সিলেট নগরীতে ড্রেন থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার সকালে নগরীর তেমুখী এলাকায় সুন্দর আলী মসজিদের সামনে সড়কের পাশের ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্র জানায়, নিহতের বয়স আনুমানিক ১৫ থেকে ১৬ বছর।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে স্থানীয় লোকজন ড্রেনের ভেতর একটি লাশ দেখতে পেয়ে পুলিশে কল দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
এসএমপির জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাজমুল হুদা খান এর সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখনো পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
তিনি বলেন, মৃত্যুর কারণ এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ধারণা করছি, যেহেতু ড্রেনে ঢাকনা ছিল না। সেহেতু হেঁটে যাওয়ার সময় ড্রেনে পড়ে গিয়ে মৃত্যু হতে পারে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা