সুনামগঞ্জে ১৭ বছর পর স্বাধীনভাবে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
- তৌহিদ চৌধুরী প্রদীপ, সুনামগঞ্জ
- ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৫, আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৪
সুনামগঞ্জে দীর্ঘ ১৭ বছর পর আজ স্বাধীনভাবে জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার সকাল ১০টায় সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে সুনামগঞ্জ জেলা জামায়াতের আয়োজনে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মেলনটি শুরু হয়।
সম্মেলনে জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খানের সভাপত্বিতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।
এছাড়া জেলা জামায়াতের সহ-সেক্রেটারি অ্যাডভোকেট নুরুল আলম ও মাওলানা আব্দুল কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা