২৯ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১, ২৮ রজব ১৪৪৬
`

সীমান্তে বাংলাদেশী যুবক নিহত : তীব্র প্রতিবাদ জানিয়ে কৈফিয়ত চাইল বিজিবি

সীমান্তে বাংলাদেশী যুবক নিহত : তীব্র প্রতিবাদ জানিয়ে কৈফিয়ত চাইল বিজিবি - ছবি : নয়া দিগন্ত

কুলাউড়া সীমান্তে ভারতীয়দের হাতে বাংলাদেশী যুবক নিহতের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে কৈফিয়তও তলব করেছে সংস্থাটি।

রোববার রাতের এই হত্যাকাণ্ডের পর আজ সোমবার দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিজিবি জানিয়েছে, কিভাবে ভারতীয় নাগরিকরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে একজন বাংলাদেশী যুবককে হত্যা করে আবার ভারতে ফিরে গেল, তা নিয়ে বিএসএফের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

একইসাথে, নিহত যুবকের পরিবারের পক্ষ থেকে কুলাউড়া থানায় দায়ের করা হত্যা মামলার ভারতীয় আসামিদের শনাক্ত করে গ্রেফতারে ভারতীয় পুলিশের সহযোগিতা চেয়েছে বিজিবি। বিএসএফ এ ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানা গেছে।

নিহত যুবকের নাম আহাদ আলী (৩৫)। তিনি কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের দশটেকি (নতুন বস্তি) এওলাছড়া এলাকার ইউসুফ আলীর ছেলে। এই ঘটনায় ভারতীয় নাগরিক হায়দার আলীসহ সাতজনের বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী জমিরূন্নেছা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার দুপুরে এওলাছড়া বস্তির বিপরীতে ভারতীয় সীমানার ভেতরে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে ভারতীয় নাগরিক হায়দার আলী ও তার সহযোগীরা আন্তর্জাতিক সীমানা রেখার পাঁচ গজ ভেতরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে আহাদকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুলাউড়া সরকারি হাসপাতালে এবং পরে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় তার মৃত্যু হয়।

শ্রীমঙ্গলের সেক্টর কমান্ডার লে: কর্নেল জাকারিয়া জানান, পতাকা বৈঠকে বিএসএফের কাছে ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং বিস্তারিত কৈফিয়ত চাওয়া হয়েছে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম আফসার জানান, হত্যা মামলার ভারতীয় আসামিদের গ্রেফতারে ভারতীয় পুলিশের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।

মুরাইছড়া বিজিবি টহল দলের পক্ষ থেকেও তাৎক্ষণিক প্রতিবাদ জানানোর কথা জানানো হয়েছে।


আরো সংবাদ



premium cement