২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

সীমান্তে বাংলাদেশী যুবককে কুপিয়ে হত্যা করল ভারতীয়রা

সীমান্তে বাংলাদেশী যুবককে কুপিয়ে হত্যা করল ভারতীয়রা - ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তবর্তী এলাকায় এক বাংলাদেশী যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে ভারতীয় নাগরিকরা।

রোববার দুপুরে ভারতীয়দের হামলায় গুরুতর আহত যুবকের সন্ধ্যায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়।

ঘটনাটি কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের দশটেকি (নতুন বস্তি) এওলাছড়া এলাকায় ঘটেছে।

নিহত যুবক ওই এলাকার ইউসুফ আলীর ছেলে আহাদ আলী।

বিষয়টি নিশ্চিত করেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: গোলাম আপছার।

জানা গেছে, রোববার দুপুরে জমি-সংক্রান্ত বিষয়ে ভারতীয় কয়েকজনের সাথে বাকবিতণ্ডা হয় বাংলাদেশী বাসিন্দা আহাদ আলীর। একপর্যায়ে ভারতীয় নাগরিক হায়দার আলী ও তার সহযোগীরা আন্তর্জাতিক সীমানা রেখার পাঁচ গজ ভেতরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে তাকে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কুলাউড়া সরকারি হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। পরে অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

সীমান্তবর্তী এলাকা পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সদস্য শাহীন আহমদ জানান, ভারতীয় নাগরিক হায়দার আলীর সাথে নিহত আহাদের পারিবারিক সম্পর্ক রয়েছে। তবে জমি নিয়ে তাদের মধ্যে কোনো ধরনের বিরোধ রয়েছে কিনা তা জানা নেই।

এ বিষয়ে কুলাউড়া থানার ওসি মো: গোলাম আপছার জানান, লাশ মর্গে আছে। হত্যাকারী ভারতীয় নাগরিক। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ভারতীয় পুলিশের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

এ ব্যাপারে বিজিবির আলীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার খায়ের জানান, বিজিবি এ বিষয়টি বিএসএফকে তাৎক্ষণিক জানিয়েছি। বাংলাদেশ পুলিশও ভারতীয় পুলিশের সাথে যোগাযোগ করছে।


আরো সংবাদ



premium cement
প্রথমবারের মতো ভারত থেকে আমদানি হলো মসুর ডাল শিগগিরই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে হবে : মান্না বিশ্ব ইজতেমা উপলক্ষে ডিএমপির নির্দেশনা বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত রাজবাড়ীতে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৬ বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে ভারত-চীনকে বাঁধ নির্মাণের আহ্বান গোঁজামিলের ভোটার তালিকা মেনে নেয়া হবে না : মাওলানা রফিকুল ইসলাম খান ইইউ বাংলাদেশের সাথে বিস্তৃত অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরের পক্ষে ‘হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত কোনো আপস হবে না’ রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের আহবান মন্ত্রণালয়ের ঈশ্বরগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

সকল