২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

জুলাই বিপ্লবে শ্রমিকরাও গুরুত্বপূর্ণ অংশীদার : অ্যাডভোকেট জুবায়ের

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের - ছবি : নয়া দিগন্ত

ফ্যাসিস্টের পতন ও জুলাই বিপ্লবে শ্রমিকরাও গুরুত্বপূর্ণ অংশীদার মন্তব্য করে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে। সন্ত্রাস-দুর্নীতিমুক্ত দেশ গঠনে এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।

শনিবার (২৫ জানুয়ারি) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের কার্যকরী পরিষদের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট জুবায়ের বলেন, ‘দেশপ্রেমিক শ্রমজীবী মানুষকে ইসলামের ছায়াতলে নিয়ে আসতে হবে। তাদের অধিকারের ব্যাপারে সচেতন করে বুঝাতে হবে ইসলামী শ্রমনীতি ছাড়া শ্রমিকদের মুক্তি সম্ভব নয়। এ লক্ষ্যে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে সর্বস্তরের জনতাকে ঐক্যবদ্ধ করতে হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে দেশের সকল সেক্টরে শ্রমিক কল্যাণ ফেডারশনের কার্যক্রমকে এগিয়ে নিতে হবে। ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে শ্রমিক আন্দোলনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে নিরলসভাবে কাজ করতে হবে। সকল ট্রেড ইউনিয়নকে সক্রিয় করতে হবে।’

ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজুর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুকের সঞ্চালনায় এ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও সিলেট মহানগর সাবেক সভাপতি মো: শাহজাহান আলী।

অধিবেশনে দারসুল কোরআন পেশ করেন সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মাহমুদ।

এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সিলেট মহানগর সহ-সভাপতি মিয়া মো: রাসেল, সহ-সাধারণ সম্পাদক কফিলউদ্দিন আলমগীর, সহ-সাধারণ সম্পাদক আক্কাস আলী, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মারুফ, সাংগঠনিক সম্পাদক মো: দিলশাদ মিয়া, কোষাধ্যক্ষ আব্দুল জলিল, সহ-সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান শামীম, প্রচার সম্পাদক নাজমুল ইসলাম, শ্রমিক নেতা সোহেল আহমদ হাওলাদার, ইকবাল হোসাইন ও অ্যাডভোকেট জিল্লুল হক তাপাদার প্রমুখ।


আরো সংবাদ



premium cement
শেখ হাসিনা দেশে ফেরাউনের রাজ কায়েম করেছিল : রিজভী পিপিপিএ, পিটিডি, বিটিসিএল ও এডিবির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত সাবেক দুর্যোগ প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান গ্রেফতার ঢাবি ও অধিভুক্ত ৭ কলেজ শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া, বিজিবি মোতায়েন ট্রাম্পের নীতির ধাক্কা কতটা বাংলাদেশে? এস কে সুরের লকারে ছিল কে‌জির বেশি স্বর্ণ, বান্ডিল বান্ডিল ডলার-ইউরো ব্রিটিশ প্রধানমন্ত্রী ‘খুব ভালো লোক’ : ট্রাম্প প্রধান উপদেষ্টার দাভোস সফর বাংলাদেশের জন্য ঐতিহাসিক অর্জন : প্রেস সচিব ঢাবি প্রো-ভিসির বাসভবন ঘেরাওয়ের ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের মোয়াজ্জিনের মোটরসাইকেলে আগুন, ছাত্রদল নেতার পদ স্থগিত সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষকসহ নিহত ২

সকল