সুনামগঞ্জে হাছান হত্যা মামলায় নেইমারসহ আটক ২
- দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা
- ২৪ জানুয়ারি ২০২৫, ১৯:৪৬
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামের হাছান আলী হত্যা মামলার প্রধান দু’আসামিকে শরিয়তপুর থেকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক।
এর আগে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে শরিয়তপুর জেলার নড়িয়া থানার থিরপাড়া ডিঙ্গামানিক এলাকা থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটক আসামিরা হলেন তেরাপুর গ্রামের গৌছ আলীর ছেলে ১ নম্বর আসামি নেইমার (২০) ও ২ নম্বর আসামি হোসাইন আহমদ (১৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হকের নির্দেশনায় চৌকস পুলিশ অফিসার এসআই আতিয়ার রহমান তাদের আটক করেন।
এর আগে গত ১৭ জানুয়ারি দোয়ারাবাজার থানার এসআই আতিয়ার রহমান ও তার দলের সহযোগিতায় তথ্য প্রযুক্তির সহায়তায় এই মামলার এজহারভুক্ত দু'জন আসামি গৌছ আলী (৬০) ও তার ছেলে মাহিন মিয়াকে (১৯) ঢাকার উত্তরা থেকে আটক করে।
উল্লেখ্য, পূর্ব বিরোধের জেরে গত ২৬ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামের নোয়াব আলীর ছেলে হাছান আলীকে (৩১) ছুরিকাঘাতে হত্যা করে দুর্বিত্তরা। পরে ২৮ ডিসেম্বর নিহতের বড় ভাই রোশন আলী ৯ জনের নাম উল্লেখসহ চার থেকে পাঁচজন অজ্ঞাত আসামি করে দোয়ারাবাজার থানায় একটি হত্যা মামলা করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা