কুলাউড়ায় ইয়াবাসহ মাদককারবারি আটক
- কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা
- ২৩ জানুয়ারি ২০২৫, ১৫:২৩
মৌলভীবাজারের কুলাউড়ায় ২৯ পিস ইয়াবাসহ সোলেমান হোসেন নামে (৪৯) এক মাদককারবারিকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে বুধবার রাত সাড়ে ১১টায় কুলাউড়া পৌর শহরের কাছুরকাপন এলাকা থেকে তাকে আটক করা হয়।
সোলেমান হোসেন চাতল গাওয়ের মরহুম মনির আলীর ছেলে। তিনি দীর্ঘদিন থেকেই মাদককারবার করে আসছিলেন বলে জানা গেছে।
জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে সাব-ইন্সপেক্টর (এসআই) আমির হোসেন আমু তার ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাকে আটক করে।
এ ব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আপসার জানান, ২৯ পিস ইয়াবাসহ সোলেমান হোসেনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
এছাড়াও পুলিশ মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা