ভুয়া সাংবাদিকদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে : এসএমপি কমিশনার
- সিলেট ব্যুরো
- ২২ জানুয়ারি ২০২৫, ২৩:৪৮
ভুয়া সাংবাদিকদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে মন্তব্য করে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: রেজাউল করিম বলেছেন, ‘ভুয়া সাংবাদিকদের চিহ্নিত করতে পেশাদার ও মূলধারার সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। সাংবাদিকতার সাইনবোর্ড ব্যবহার করে যারা অপকর্ম করছে তারা দুর্বৃত্ত। এদেরকে চিহ্নিত করতে সকলের সহযোগিতা প্রয়োজন।’
বুধবার (২২ জানুয়ারি) বিকেলে সিলেট প্রেসক্লাব অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসএমপি কমিশনার বলেন, ‘সম্প্রতি সিলেট নগরীতে ছিনতাইকারীদের দৌরাত্ম্য লক্ষ্য করা যাচ্ছে। তারা বিভিন্ন বেশে অপরাধ সংঘটিত করতে চাচ্ছে। তবে পুলিশও কৌশলী অবস্থান নিয়ে এদেরকে গ্রেফতারে তৎপর রয়েছে। অলি আউলিয়ার শহর পূণ্যভূমিকে অপরাধমুক্ত রাখতে সকলে মিলে একসাথে কাজ করতে হবে। এখানে কেউ অপরাধ করে পার পাবে না। শান্তির শহর সিলেটকে সম্পূর্ণরূপে অপরাধমুক্ত রাখতে পুলিশ কাজ করবে বলে জানান তিনি।
সিলেট প্রেসক্লাব সিলেটবাসীর গৌরবের ও সাংবাদিকদের সবচেয়ে বড় প্রতিষ্ঠান উল্লেখ করে তিনি আরো বলেন, ‘এ ক্লাবের সদস্যরা এখন দেশ-বিদেশে কৃতিত্বের সাথে কাজ করে যাচ্ছেন। এটি অত্যন্ত গৌরবের বিষয়। খেলাধুলার মধ্য দিয়ে সবার মধ্যে সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় হবে বলে মন্তব্য করেন তিনি।
সিলেট প্রেসক্লাবের আমীনূর রশীদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি ইকরামুল কবির। সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী। স্বাগত বক্তব্য দেন ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আব্দুল মজিদ। শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ।
অনুষ্ঠানে ক্লাবের সিনিয়র সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সহসভাপতি মুহাম্মদ আমজাদ হোসাইন, সাবেক সহ-সভাপতি ও নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান আবদুল কাদের তাপাদার, প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, ইত্তেফাকের সিলেট ব্যুরো প্রধান হুমায়ূন রশিদ চৌধুরী, বাসসের সিলেট ব্যুরো প্রধান সেলিম আউয়াল, দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, সিনিয়র সদস্য আব্দুল মালিক জাকা, ক্লাবের সহ-সাধারণ সম্পাদক শুয়াইবুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য শেখ আশরাফুল আলম নাসির ও মো: আব্দুর রাজ্জাক, সাবেক কোষাধ্যক্ষ কাউসার চৌধুরী, সদস্য কামকামুর রাজ্জাক রুনু, চৌধুরী, চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, কামাল উদ্দিন আহমেদ, মো: মুহিবুর রহমান, মো: আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মো: দুলাল হোসেন, নাজমুল কবীর পাভেল, সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক নূর আহমদ, সাবেক পাঠাগার ও প্রকাশনা সম্পাদক খালেদ আহমদ ও আবু সাঈদ মো: নোমান, সদস্য এম এ মতিন, এ কে কাওছার, হুমায়ূন কবির লিটন প্রমুখ।
প্রথম দিনের দাবা খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন ইকরামুল কবির ইকু, রার্নাস আপ হয়েছেন নাজমুল কবির পাভেল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা