২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

‘শীতার্তদের পাশে দাঁড়ানো করুণা নয়, নৈতিক দায়িত্ব’

সিলেট নগরীর জেলরোড এলাকায় মহানগরীর কোতোয়ালী পূর্ব থানার ১৬ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২২ জানুয়ারি, বুধবার। - ছবি : নয়া দিগন্ত

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, দেশে শীতের প্রকোপ বাড়ছে। এমন পরিস্থিতিতে সুবিধা বঞ্চিত মানুষেরা কষ্টে জীবন যাপন করছেন। তারা তাদের ন্যায্য ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত।

তিনি বলেন, আল্লাহ তায়ালা আমাদেরকে সর্বোত্তম জাতি হিসেবে প্রেরণ করেছেন। আমাদের দায়িত্ব হলো মানুষের কল্যাণ সাধনে অবিরত চেষ্টা চালানো। অসহায় মানুষের পাশে দাঁড়ানো করুণা নয়, বিত্তবানদের নৈতিক ও ঈমানী দায়িত্ব। হৃদয়ে মানবতাবোধকে জাগ্রত রেখে সুবিধা বঞ্চিত সব মানুষের জন্য কাজ করা উচিৎ।

বুধবার (২২ জানুয়ারি) বিকেলে সিলেট নগরীর জেলরোড এলাকায় মহানগরীর কোতোয়ালী পূর্ব থানার ১৬ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফখরুল ইসলাম বলেন, দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও শঙ্কা কেটে যায়নি। ফ্যাসিবাদের প্রেতাত্মারা নানা ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে দেশপ্রেমিক জনতাকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যে কোনো দুর্যোগে জামায়াত মানবতার পাশে দাঁড়ানোকে নৈতিক দায়িত্ব মনে করে। এবারো শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। সমাজের সামর্থবানদের উচিত শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো।

ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা কাওছার আহমদের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোতোয়ালী পূর্ব থানার আমির রফিকুল ইসলাম মজুমদার, নায়েবে আমির নজরুল ইসলাম সুয়েব, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল মোতালেব।


আরো সংবাদ



premium cement