‘৫ আগস্টের দেয়াল ভাঙতে দেয়া হবে না’
- হবিগঞ্জ প্রতিনিধি
- ২২ জানুয়ারি ২০২৫, ১৮:৩৬
৫ আগস্টের দেয়াল ভাঙতে দেয়া হবে না মন্তব্য করে হবিগঞ্জের পুলিশ সুপার এন এম সাজেদুল হক বলেছেন, ‘বাংলাদেশের ইতিহাসে ৫ আগস্ট একটি দেয়াল। ৫ আগস্টের আগে এক ধরনের বাংলাদেশ ছিল। এখন নতুন বাংলাদেশ। আমাদের তরুণদের ইতিহাসকে সম্মান জানাতে হবে।’
বুধবার (২২ জানুয়ারি) হবিগঞ্জে পুলিশ সুপার হিসাবে যোগদানের পর কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
এ সময় পুলিশ সুপার বলেন, ‘হবিগঞ্জের গ্রাম্য দাঙ্গা বন্ধে, মাদক নির্মূলে পুলিশ দৃশ্যমান ভূমিকা পালন করবে। মিথ্যা মামলায় হয়রানী থেকে মানুষকে রক্ষা করা হবে। যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে আরো বেশি কার্যকরী করা হবে। ৫ আগস্টে পর বিধ্বস্ত পুলিশকে জনগণের কাছে নেয়ার চ্যালেঞ্জ নিয়ে আমরা মাঠে এসেছি। সেই চ্যালেঞ্জে বিজয়ী হব আমরা।’
এ সময় হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি, গোলাম মস্তফা রফিক, মোহাম্মদ নাহিজ, সোয়েব চৌধূরী, চৌধুরী মো: ফরিয়াদ, রাসেল চৌধুরী, নয়া দিগন্ত প্রতিনিধি এম এ মজিদ প্রমুখ বক্তব্য দেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা