দুই গ্রামের ব্যাপক সংঘর্ষে রণক্ষেত্র কোম্পানিগঞ্জ
- সিলেট ব্যুরো ও কোম্পানিগঞ্জ সংবাদদাতা
- ২১ জানুয়ারি ২০২৫, ১৯:২৮
মাছ বিক্রিকে কেন্দ্র করে সিলেটের কোম্পানীগঞ্জে দুই গ্রামবাসীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনকে কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। গুরুতর আহত নূর জামাল নামের একজনকে বিকেলে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১১টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত উপজেলার টুকেরবাজারের বউবাজারে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় এ সংঘর্ষ চলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বউবাজারে মাছ ব্যবসায়ীদের মধ্যে মাছ বিক্রি নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে তা দুই গ্রামের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। গ্রামবাসী লাঠি ও দেশীয় অস্ত্র হাতে একে অপরের ওপর হামলা চালায়। চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। এতে আহত হন শতাধিক ব্যক্তি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, মাছ বিক্রি নিয়ে বাক বিতণ্ডার জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মেহেদী হাসান ডালিম সন্ধ্যায় জানিয়েছেন, বিষয়টি স্থানীয়ভাবে নিষ্পত্তির উদ্যোগ নেয়া হয়েছে।