সুনামগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে হামল : আ’লীগ নেতা কারাগারে
- সুনামগঞ্জ প্রতিনিধি
- ২১ জানুয়ারি ২০২৫, ১৬:৪১
সুনামগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় সাবেক কাউন্সিলর ও আ’লীগ নেতা আহসান জামিল আনাছকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জ আদালতে হাজির হয়ে জামিন চাইলে আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।
সুনামগঞ্জ পৌর শহরে গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় আসামি তিনি।
আহসান জামিল সুনামগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ আহত জহুর আলীর ভাই জেলার দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ বাদি হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন।
এই মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জের সাবেক দু’জন এমপিসহ ৯৯ জনকে আসামি করা হয়। আরো অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জন আসামি রয়েছেন।