আকাশ থেকে গুলি করে ছেলে-মেয়েদের মারা হয়েছে : অধ্যাপক এ এস এম আমানুল্লাহ
- কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা
- ১৮ জানুয়ারি ২০২৫, ২১:২৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এ এস এম আমানুল্লাহ বলেছেন, আকাশ থেকে গুলি করে আমাদের ছেলে মেয়েকে মারা হয়েছে। তাদের কী অপরাধ ছিল যে তাদেরকে গুলি করে মেরে ফেলতে হবে? ক্ষমতার জন্য? কিন্তু সে ক্ষমতায়ও তো তারা টিকতে পারল না।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাথে তার তিন শ’ এমপিও পালালো। এমনকি বায়তুল মোকারমের খতিবও পালিয়েছে। এসব নিয়ে তাদের লজ্জা হওয়া উচিত।
আজ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লংলা আধুনিক কলেজের রজত জয়ন্তী উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভিসি অধ্যাপক এ এস এম আমানুল্লাহ বলেন, চলতি বছর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসুচিতে পরিবর্তন হবে। তাছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাও চালু করা হয়েছে। বেসরকারি কলেজের গভর্নিং বডির সভাপতি হতে জোর লবিং করতে হয়। কিন্তু এটা কেন? ফলে গভর্নিং বডির সভাপতি পদ তুলে দেয়ার চিন্তাভাবনা চলছে। শুধু তাই নয় কলেজগুলোতে শিক্ষকদের মধ্যে দলাদলি রয়েছে। রাজনীতি করতে চাইলে ক্যাম্পাসের বাইরে গিয়ে করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা