দোয়ারাবাজার সীমান্তে ২ ভারতীয় নাগরিক আটক
- দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা
- ১৭ জানুয়ারি ২০২৫, ১৬:২৭
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দু’ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: হাফিজুর রহমান।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার ভোর রাতে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়ন থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের ভেতরে মৌলারপাড় এলাকায় ভারতীয় নাগরিক মালুছ গারো (৩০) এবং করল গারোকে (৪৫) অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক করা হয়েছে।
একই সময় আরেক অভিযানে চোরাই পথে ভারতে পাচারকালে বাংলাদেশী শিংমাছ ও ভারত থেকে বাংলাদেশে আসা ভারতীয় রসুন আটক করে বিজিবি। আটক রসুনের আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকা।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক বলেন, ‘উর্ধ্বতন সদর দফতরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিকদের দোয়ারাবাজার থানায় সোর্পদ করা হয়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা