১৭ জানুয়ারি ২০২৫, ০৩ মাঘ ১৪৩১, ১৬ রজব ১৪৪৬
`

কমলগঞ্জে ছুরিকাঘাতে নারী খুন

কমলগঞ্জে ছুরিকাঘাতে নারী খুন - ছবি : নয়া দিগন্ত

মৌলভীবাজারের কমলগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কারিমা বেগম (৪২) নামের এক নারী ছুরিকাঘাতে খুন হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের বাজার লাইনে এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, পূর্ব শত্রুতার জেরে মৌলভীবাজারের কমলগঞ্জের পাত্রখোলা চা বাগান এলাকায় দোকানে ঢুকে বড় ভাইয়ের স্ত্রীকে ছুরিকাঘাতে খুন করেছে মঞ্জুর মিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় বাজারের লোকজন এগিয়ে এলে ঘাতক দেবর মঞ্জুর মিয়া পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নারী পাত্রখোলা চা বাগানের পূর্বপাড়া দু’নাম্বার এলাকার মর্তু মিয়ার স্ত্রী।

এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কনক কান্তি সিনহা জানান, ‘ছুরিকাঘাতে আহত নারী হাসপাতালে নিয়ে আসার পূর্বেই মারা গেছেন।’


আরো সংবাদ



premium cement

সকল