১৬ জানুয়ারি ২০২৫, ০২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬
`

কমলগঞ্জে পাহাড়ি ছড়া থেকে যুবকের লাশ উদ্ধার

- ছবি : নয়া দিগন্ত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নে দিপেন মুন্ডা (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে কুরমা চা-বাগানের ফাঁড়ি কুরঞ্জি পুঞ্জির কাছে পাহাড়ি ছড়ায় স্থানীয় লোকজন একটি লাশ ভাসতে দেখে। পরে স্বজনেরা সেখানে গিয়ে লাশটি দীপেন মুন্ডার বলে শনাক্ত করে।

এদিকে কমলগঞ্জ থানাকে বিষয়টি অবগত করলে খবর পেয়ে সকাল সাড়ে ৯টায় কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেনের নেতৃত্বে লাশ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে বলে জানা গেছে।

দিপেন মুন্ডা কুরমা চা-বাগানের ফাঁড়ি কুরঞ্জি এলাকার প্রসাদ মুন্ডার ছেলে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা তাকে হত্যা করতে পারে।


আরো সংবাদ



premium cement