হাইকোর্টের আদেশে শ্রীমঙ্গল প্রেসক্লাব নির্বাচন তিন মাসের জন্য স্থগিত
- শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা
- ১৪ জানুয়ারি ২০২৫, ২১:৪৪
মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী তিন মাসের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সালাউদ্দিনের দায়ের করা রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো: আকরাম হোসাইন চৌধুরী ও কে এম রাশেদুজ্জামান রাজা-এর দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
একইসাথে হাইকোর্ট শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং নির্বাচন কমিশনারকে চার সপ্তাহের মধ্যে নির্বাচন সংক্রান্ত গঠনতন্ত্র লঙ্ঘনের কারণ ব্যাখ্যার নির্দেশ দিয়েছেন।
রিট আবেদনে বলা হয়, প্রেসক্লাবের গঠনতন্ত্রের বিভিন্ন ধারা লঙ্ঘন করে এম ইদ্রীস আলীকে সদস্যপদে অন্তর্ভুক্ত করা হয় এবং বর্তমান সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী বুলেট, সহ-সভাপতি দীপঙ্কর ভট্টাচার্য লিটন, সদস্য সনেট দেব চৌধুরীসহ অন্য সদস্যদের সদস্যপদ বাতিল ও স্থগিত করা হয়। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন তফসিল ঘোষণা করায় সমাজসেবা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, শ্রীমঙ্গল সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিবাদী করে রিট আবেদন করা হয়।
রিট আবেদনকারীর পক্ষে শুনানি পরিচালনা করেন অ্যাডভোকেট মৃদুল দত্ত। রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো: গোলাম রহমান ভূঁইয়া, অ্যাডভোকেট শামীমা সুলতানা দীপ্তি, মো: এমদাদুল হানিফ, আল ফয়সাল সিদ্দিক এবং কামরুল ইসলাম।
এদিকে হাইকোর্টে আদেশের পর নির্বাচন কমিশনার ও শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: সুয়েব হোসেন চৌধুরী জানান, ‘হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় পূর্ব নির্ধারিত তারিখে (১৫ জানুয়ারি) শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে না।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা