জুলাই আগস্টের আন্দোলনে হামলা : শাবিপ্রবির ২৯ শিক্ষার্থীকে বহিষ্কার
- আবদুল কাদের তাপাদার, সিলেট
- ১২ জানুয়ারি ২০২৫, ২১:১৪
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গত ৫ জুলাই থেকে ৯ আগস্ট ২০২৪ পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সন্ত্রাসী হামলার দায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ২৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) শৃঙ্খলা বোর্ডের সুপারিশের প্রেক্ষিতে সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার (১২ জানুয়ারি) জানানো হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ২৯ শিক্ষার্থীর নাম সরাসরি তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে এসেছে। সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষার্থীরা রয়েছেন।
বহিষ্কারের তালিকাভুক্ত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন- এলিয়াস সানি, তারেক হাসান, সিমুল মিয়া, সায়েদ মাজজারদে, মো: হাবিবুর রহমান হাবিব, মজিদুল হক, ইউসুফ হোসেন টিটু, শুভ্র রায় শাম, মো: আকাশ আহমেদ, মারুফ মিয়া, দুর্জয় সরকার নিলয়, মো: সেয়াম খাঁ, সাজীব চন্দ্র নাথ, মো: লোকমান হোসেন, মো: নাফিউজ্জামান, তৈমুর সালেহিন তাউস, শিহাব উদ্দিন মিসু, রিদওয়ান হোসেন, মো: ইসমাইল হোসেন, মো: রহমান (খলিল), রেজাউল হক, রউফুন জাহান, মো: মাইদুল ইসলাম, সজিবুর রহমান, মনিরুজ্জামান মুন্না, মুজাহিদুল ইসলাম সাইমুন ও মো: আসিফুল ইসলাম।
বহিষ্কার আদেশে বলা হয়েছে, সাময়িক বহিষ্কারের সময়সীমায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না।
এছাড়াও যাচাই-বাছাই করে বহিষ্কৃত শিক্ষার্থীদের বিরুদ্ধে অধিকতর শাস্তির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা