১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠাই কুরআন সুন্নাহর মূল শিক্ষা : মুফতি আমির হামজা

সিলেট এমসি কলেজ মাঠে আনজুমানে খেদমতে কুরআন আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে বক্তব্য দিচ্ছেন মুফতি আমির হামজা। - ছবি : নয়া দিগন্ত

মাওলানা মুফতি আমির হামজা বলেছেন, বিগত ১৫ বছর ফ্যাসিস্টরা মানুষকে কুরআনের কথা শোনা থেকে বিরত রেখেছে। শহীদরা আমাদের সম্পদ। তাদেরকে বিভক্ত করা ঠিক নয়। ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে ২০২৪-এর আগস্ট পর্যন্ত যারা অধিকার প্রতিষ্ঠায় জীবন দিয়েছেন তারা শহীদ। এই তালিকায় আমাদের আল্লামা সাঈদী রয়েছেন।

আমির হামজা বলেন, কারাগার থেকে আমার সামনে দিয়েই সুস্থ অবস্থায় আল্লামা সাঈদীকে বের করে আনা হয়েছিল। এদেশে সকল শহীদদের হত্যার বিচার হবে। আবার আল্লাহর আদালতেও এর বিচার হবে। এজন্য দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হতে হবে। কুরআনের সমাজ বিনির্মাণে কাজ করতে হবে। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠাই কুরআন সুন্নাহর মূল শিক্ষা।

শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট এমসি কলেজ মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেট আয়োজিত তিন দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের শেষ দিনে আলোচনা পেশকালে তিনি এসব কথা বলেন।

আমির হামজা বলেন, ৫ আগস্টের পর দেশকে অস্থিতিশীল করার নানা ষড়যন্ত্র হয়েছে। এর মধ্যে অন্যতম একটি হলো সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেয়া। দেশপ্রেমিক জনতা সকল ষড়যন্ত্র রুখে দিয়েছে।

অমুসলিমদের সবচেয়ে বেশী অধিকার দিয়েছে ইসলাম উল্লেখ করে আমির হামজা বলেন, কোনো মুসলমিকে আঘাত করা হলে একটি গোনাহ হবে। আর অমুসলিমকে আঘাত করা হলে দু’টি গোনাহ হবে। একটি হলো আঘাতের আরেকটি হলো আমানতের খিয়ানত। অমুসলিম ভাইয়েরা আমাদের কাছে আমানত। পতিত ফ্যাসিস্ট জালিমরা আলেমদের ওপর সীমাহীন জুলুম-নিপীড়ন চালিয়েছে। তাদের শেষ রক্ষা হয়নি। পলায়নকারীর তালিকাভুক্ত হওয়ার মাধ্যমে দুনিয়ার সকল জালিমদের জন্য এক দৃষ্টান্ত রেখে গেছে। এক সময়ের মজলুম মানুষ যেন জালিম না হয় সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে।

তাফসীর মাহফিলের শেষ দিনের পৃথক অধিবেশনে সভাপতিত্ব করেন যথাক্রমে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সভাপতি প্রফেসর মাওলানা সৈয়দ একরামুল হক ও আল্লামা ইসহাক আল মাদানী।

শেষ দিনে তাফসীর পেশ করেন আল্লামা ইসহাক আল মাদানী, ড. মিজানুর রহমান আজহারী, অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, মুফতী মাওলানা আমীর হামজা, শায়খ হাফিজ মাওলানা আবু সাঈদ, অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী, মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, শায়েখ আজমল মসরুর, মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার ও মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী। মাহফিলে প্রস্তাবনা পেশ করেন মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাফিজ আব্দুল হাই হারুন।


আরো সংবাদ



premium cement
বিভাগীয় ফুটবল ও অ্যাথলেটিক্স বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে : ডা. তাহের শুরুটা ভালো হয়নি ফাহাদের মিরসরাইয়ে মহামায়া লেক থেকে ৪ হাজার মিটার জাল জব্দ যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ তারেক রহমানসহ বিএনপির ৩ নেতাকে আমন্ত্রণ ‘পাঠ্যপুস্তকে বিএনপি সম্পর্কে ভুল তথ্য’ সংশোধনের দাবি ৫ মাস পর জুলাই আন্দোলনে আহত মনিরুজ্জামানের মৃত্যু ২৭ হাজার টন চাল নিয়ে ভারত থেকে জাহাজ এলো চট্টগ্রামে আসামি ছিনতাই হওয়ার অভিযোগে শ্রীনগর থানার ওসি ক্লোজড ঐক্যের ফাটল মেরামতের উপায় খুঁজছে বিএনপি ও তার মিত্ররা লালপুরে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত

সকল