সিলেট সীমান্তে ৭২ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার
- সোহেল মিয়া
- ১১ জানুয়ারি ২০২৫, ১১:১৯, আপডেট: ১১ জানুয়ারি ২০২৫, ১১:২১
সিলেট-সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৭২ লাখ ৩৬ হাজার ৫৮০ টাকার চোরাই পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার সকাল ১০টায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: হাফিজুর রহমান, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন ভোর রাতে সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকার প্রতাপপুর, পান্থুমাই, সংগ্রাম, সোনারহাট, বিছনাকান্দি, লাফার্জ, নোয়াকোট এবং কালাইরাগ বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় কমলা, চিনি, চকলেট, মহিষের মাংস, বিয়ার, মদ, বাংলাদেশ থেকে পাচারকালে রসুন এবং শিং মাছ আটক করেছে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি।
উদ্ধার করা মালামালের আনুমানিক বাজার মূল্য ৭২ লাখ ৩৬ হাজার ৫৮০ টাকা বলে জানা গেছে।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: হাফিজুর রহমান, পিএসসি বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে পাচারের উদ্দেশ্যে আনা চোরাই মালামালগুলো জব্দ করা হয়।
তিনি বলেন, উদ্ধার করা মালামালের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা