১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

ভারতের প্রেসক্রিপশনে আল্লামা সাঈদীকে বিষপ্রয়োগে শহীদ করা হয়েছে : শামীম সাঈদী

সিলেটে তাফসীরুল কুরআন মাহফিলে বক্তব্য দিচ্ছেন শামীম সাঈদী - ছবি : নয়া দিগন্ত

ভারতের প্রেসক্রিপশনে আল্লামা সাঈদীকে বিষপ্রয়োগে শহীদ করা হয়েছে বলে মন্তব্য করেছেন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর বড় ছেলে শামীম সাঈদী।

শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট এমসি কলেজ মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেট আয়োজিত তিন দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের দ্বিতীয় দিনে বক্তব্য দেয়ার সময় তিনি একথা বলেন।

শামীম সাঈদী বলেন, ‘আমার বাবার স্বপ্ন ছিল বাংলাদেশে কুরআনের রাজ কায়েম করা। শুধুমাত্র এই কারণেই ফ্যাসিস্ট সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কুরআনের পাখি আল্লামা সাঈদীর ওপর সীমাহীন জুলুম-নিপীড়ন চালিয়েছে। সকল জুলুম উপেক্ষা করে তিনি দ্বীনের ব্যাপারে ছিলেন আপসহীন। তাই ভারতের প্রেসক্রিপশনে হাসপাতালে আল্লামা সাঈদীকে বিষপ্রয়োগে হত্যা করা হয়েছে। দুই হাজার ছাত্র-জনতার জীবন ও ৪০ হাজারের বেশি ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দীর্ঘ এক যুগ পর কুরআনের পাখির স্মৃতি বিজড়িত মাহফিলে উপস্থিত থাকতে পারায় আমি কৃতজ্ঞ।’

শামীম সাঈদী আরো বলেন, কুরআনের কথা বলার কারণে আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে বিচারের নামে প্রহসন চালিয়ে ফরমায়েশি রায়ে আল্লামা সাঈদীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা দেয়া হয়। এর প্রতিবাদে গোটা দেশের মানুষ ফুসে উঠে। আমার সিলেটের ভাইয়েরাও সেই আন্দোলনে শহীদ হয়েছেন। আমরা সিলেটের তৌহিদি জনতার কাছে ঋণী। ফ্যাসিস্ট সরকার যখন বুঝেছিল যে আল্লামা সাঈদীকে ফাঁসি দিয়ে হত্যা করা যাবে না। তখন আমৃত্যু কারাদণ্ডের ফরমায়েশি সাজা দিয়ে কারাগারে আটকে রাখে। এতেও পতিত ইসলাম বিদ্বেষী সরকার ক্ষান্ত হয়নি। একটা সময় যখন স্বৈরাচারী সরকার বুঝতে পেরেছিল তারা কোনোভাবেই ক্ষমতায় থাকতে পারবে না। ঠিক তখনই ভারতের প্রেসক্রিপশনে আল্লামা সাঈদীকে হাসপাতালে নিয়ে বিষপ্রয়োগে হত্যা করা হয়েছে। আল্লামা সাঈদীর শেষ স্বপ্ন কুরআনের রাজ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এর প্রতিশোধ নেবো। আগামীর বাংলাদেশ হবে ইসলামের, সমাজ হবে কুরআনের।

তাফসীর মাহফিলের দ্বিতীয় দিনের পৃথক অধিবেশনে সভাপতিত্ব করেন যথাক্রমে সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর এবং অধ্যাপক ফজলুর রহমান। অধ্যক্ষ মাওনানা আব্দুস সালাম মাদানী, মুফতী আলী হায়দার, মাওলানা মাশুক আহমদ, আব্দুল্লাহ আল মাহমুদ ও মাওলানা সাইফুল ইসলামের যৌথ উপস্থাপনায় মাহফিলে আলোচনা পেশ করেন শামীম বিন সাঈদী, শায়খ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী, হাফিজ মিফতাহুদ্দীন, ক্বারী মাওলানা মতিউর রহমান, মাওলানা সাদিক সিকান্দর প্রমুখ।


আরো সংবাদ



premium cement