১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

সিলেটে জুয়েলারি দোকান থেকে ২৫০ ভরি স্বর্ণ চুরি!

- ছবি : সংগৃহীত

সিলেট নগরীর আল হামরা শপিং সিটির একটি জুয়েলারি দোকান থেকে আড়াই’শ ভরি স্বর্ণ চুরির অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৯ জানুয়ারি) দিবাগত রাত অথবা বৃহস্পতিবার সকালের কোনো এক সময় সংঘবদ্ধ চোরচক্র আল হামরার ৪র্থ তলার নুরানী জুয়েলারি নামক দোকানের (নং-৪৩১, ৪৩৩ ও ৪৩৫) শাটারের তালা ভেঙে এসব স্বর্ণ চুরি করে নিয়ে যায়। যাওয়ার সময় পুরনো তালা সরিয়ে নতুন তালা লাগিয়ে দিয়ে যায় চোর।

সকালে দোকানের মালিক-কর্মচারীরা এসে বিষয়টি দেখতে পেয়ে নতুন তালা ভেঙে ঢুকে স্বর্ণ চুরির বিষয়টি অবগত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ব্যাপারে নুরানী জুয়েলারির স্বত্বাধিকারী দেওয়ান মো: জাবেদ চৌধুরী বলেন, দোকানে প্রায় আড়াই’শ ভরি স্বর্ণ ছিলো। চোরচক্র সব নিয়ে গেছে। যাওয়ার সময় নতুন তালা লাগিয়ে গেছে শাটারে।

তিনি বলেন, দোকানে সিসিটিভি ক্যামেরা ছিলো। কিন্তু চোরেরা যাওয়ার সময় সিসিটিভ ক্যামেরার ডিভিআর নিয়ে যায়। যার ফলে চোর বা চোরেদের এখন পর্যন্ত শনাক্ত করা যাচ্ছে না। তবে পুলিশ শপিং মলের অন্যান্য সিসিটিভ ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম দৈনিক নয়া দিগন্তকে বলেন, দোকান মালিক বলেছেন প্রায় আড়াই’শ ভরি স্বর্ণ চুরি হয়েছে। তবে এর সপক্ষে আমরা কোনো প্রমাণ পাইনি। বিষয়টি রহস্যজনক। পুলিশ ঐ এলাকার মোবাইল ট্রাকিংসহ নানা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চোর শনাক্ত করতে কাজ করছে। আশা করছি দ্রুত এই চুরির ঘটনার রহস্য উদঘাটন হবে।


আরো সংবাদ



premium cement