১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

সিলেটে শেখ মুজিবের ম্যুরাল অপসারণে ৩ দিনের আলটিমেটাম

- ছবি : নয়া দিগন্ত

সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল অপসারণের

আলটিমেটাম দিয়েছে সিলেটের তৌহিদি জনতা।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ থেকে আগামী ৩ দিনের এ আলটিমেটাম দেয়া হয়।

এসময় একটি মিছিল নগরীর বন্দরবাজার কালেক্টর জামে মসজিদ এলাকা থেকে বের হয়ে নগরীর বিভিন্ন

সড়ক প্রদক্ষিণ শেষে সিটি পয়েন্টে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, শাহজালাল, শাহপরানের পুণ্যভূমি সিলেটের পবিত্র মাটিতে ধর্মীয় উপাসনালয়

ব্যতীত কোনো ব্যক্তির মূর্তি বা ম্যুরাল থাকতে পারে না। ইসলামের দৃষ্টিতে কোনো ব্যক্তির ম্যুরাল বা

মূর্তি স্থাপন করা নাজায়েজ ও হারাম। এ ধরনের হারাম ও অনৈসলামিক কাজ সিলেটের মাটিতে হতে

দেয়া যায় না। এই ম্যুরাল অপসারণের দাবি এখন সিলেটের ধর্মপ্রাণ জনতার। আগামী ৩ দিনের মধ্যে

সিলেট জেলা প্রশাসক কর্তৃপক্ষকে তাদের কার্যালয়ের সামনে থেকে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল

অপসারণ করতে হবে। অবিলম্বে তা অপসারণ না করলে সিলেটের সাধারণ ধর্মপ্রাণ জনতা নীরবে বসে

থাকবে না।

সমাবেশে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন নগরীর জামিয়া মাদানিয়া কাজির বাজার মাদরাসার মুহাদ্দিস

মাওলানা শাহ মমশাদ আহমদ, শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম মুশতাক, ইমাম সমিতি সিলেট

মহানগর শাখার সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, সিলেট ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা মো:

রফিকুল ইসলাম, ছাত্রনেতা আখতার আহমদ, সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম, আব্দুশ শুকুর, আব্দুল

মালেক ও লিটন আহমদ প্রমুখ।


আরো সংবাদ



premium cement