০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`

সিলেটে তাফসির মাহফিল শুরু হচ্ছে কাল, শনিবার থাকছেন আজহারী

সিলেটে তাফসির মাহফিলে উপলক্ষে ব্রিফিংয়ে আয়োজকরা - ছবি : নয়া দিগন্ত

সিলেটে দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর অনুষ্ঠিত হতে যাচ্ছে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর র: স্মৃতি বিজড়িত আনজুমানে খেদমতে কুরআন সিলেটের তিন দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। ইতোমধ্যে মাহফিল উপলক্ষে নগরীর এম সি কলেজ মাঠ ও প্রস্ততি সম্পন্ন করা হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে এম সি কলেজ মাঠে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে বিভিন্ন পরিকল্পনা ও প্রস্তুতির কথা জানিয়েছেন আয়োজকরা।

এ সময় আয়োজকরা জানায়, আগামীকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে শুরু হবে ঐতিহাসিক এই তাফসিরুল কোরআন মাহফিল। এই মাহফিলে ১০ থেকে ১৫ লাখ লোকের জনসমাগম হবে এমনটা আশা করছে আয়োজক কমিটি। তারা মাহফিল সফলে করতে সিলেটবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সভাপতি প্রফেসর সৈয়দ মোহাম্মদ একরামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মিফতাহুদ্দীনের পরিচালনায় প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন ইবনে সিনা হাসপাতাল সিলেটের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, আনজুমানের সহ-সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস-উন-নূর, তাফসির বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাফিজ আব্দুল হাই হারুন, ড. নূরুল ইসলাম বাবুল, সাবেক জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, সাবেক দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, সাবেক ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, উপাধ্যক্ষ মাওলান সৈয়দ ফয়জুল্লাহ বাহার, মাওলানা ইসলাম উদ্দিন, লন্ডন প্রবাসী আলেমে দ্বীন মাওলানা আশরাফুল ইসলাম, অ্যাডভোকেট আলিম উদ্দিন, ব্যবসায়ী নুরুল আলম, মুফতী আলী হায়দার, সাবেক কাউন্সিলার সোহেল আহমদ রিপন প্রমুখ।

ব্রিফিংয়ে আয়োজকরা বলেন, মাহফিল উপলক্ষে নগরের ট্র্যাফিক ব্যবস্থাপনা, মুসল্লীদের কেউ অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা, ট্রাফিকের প্রয়োজনে বাইপাস রাস্তা, নিয়মিত গাড়ির যাতায়াত সহজ করা, সিলেটে অবস্থান করা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলোয়াড়দের যাতায়াত, ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন, সিটি করপোরেশন থেকে লাইট স্থাপন, ওয়াসব্লক স্থাপন, মাহফিলে ভিআইপি অতিথিদের নিরাপত্তা, স্থানীয় জনগণের নিরাপত্তা, আয়োজক কমিটির স্বেচ্ছাসেবক বাড়ানো, পানি পান ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, রাস্তাঘাটে দোকান না বসানো, জরুরি ফায়ার সার্ভিস ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আয়োজকরা আরো বলেন, আল্লামা সাঈদীর র: স্মৃতি বিজড়িত আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে দীর্ঘ ১২ বছর পর তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হলেও এবছর ড. মাওলানা মিজানুর রহমান আজহারীর উপস্থিতির বিষয়টি বিবেচনায় রেখে এম সি কলেজ মাঠে মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিল প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। ১১ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহিলাদের জন্য বিশেষ মাহফিল অনুষ্ঠিত হবে বলেও জানান আয়োজকরা।

আয়োজিত মাহফিলে তাফসির পেশ করবেন শায়েখ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী, আল্লামা ইসহাক আল মাদানী, ড. মিজানুর রহমান আজহারী, শায়খ মোহাম্মদ শাহ ওয়ালী উল্লাহ, মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, মুফতী মাওলানা আমীর হামজা, অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী, মাওলানা আব্দুল্লাহ আল আমীন, অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, মাওলানা সাদিকুর রহমান আল আজহারী, মুফতী আলী হাসান উসামা ও শামীম বিন সাঈদী প্রমুখ। এছাড়া জাতীয় ও স্থানীয় আলেমরাও তাফসির পেশ করবেন।

আয়োজকরা বলেন, মাহফিলের সার্বিক নিরাপত্তায় সিলেট মেট্রোপলিটন পুলিশ, সেনাবাহিনী, র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নর‌্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত পদক্ষেপ নেয়া হয়েছে। পাশাপাশি আমাদের পক্ষ থেকেও সাড়ে তিন হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। মাহফিল ঘিরে ট্র্যাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে ট্র্যাফিক পুলিশের সাথেও বার বার বৈঠক করা হয়েছে।

এ ব্যাপারে ট্র্যাফিক বিভাগের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি আমাদের স্বেচ্ছাসেবক টিমও দায়িত্ব পালন করবেন। সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে পানি স্যানিটেশনসহ সব পদক্ষেপ নেয়া হয়েছে। মাহফিল চলাকালে পিডিবির পক্ষ থেকে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থাও করা হয়েছে।

এছাড়া জাতীয় বিপর্যয়জনিত কোনো কারণে যদি বিদ্যুৎ বিপর্যয় ঘটে তাহলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে উচ্চ ক্ষমতা সম্পন্ন জেনারেটর প্রস্তুত রাখা হয়েছে। সাংবাদিকদের জন্য রাখা হয়েছে আলাদা বসার ব্যবস্থা এবং ওয়াইফাই সুবিধা। স্টেইজের দু’পাশে প্রজেক্টরের মাধ্যমে বড়পর্দার ব্যবস্থা করা হয়েছে। মাঠের বাইরেও ৮টি স্থানে বড়পর্দার ব্যবস্থা করা হয়েছে। কেউ অসুস্থ হলে তাৎক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে মেডিক্যাল ক্যাম্প, যেকোনো অনাকাঙ্ক্ষিত দুঘর্টনা এড়াতে ফায়ার সার্ভিস প্রস্তুত রাখা হয়েছে। প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়াকর্মীদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে।


আরো সংবাদ



premium cement