০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

‘চব্বিশের বিজয়কে অর্থবহ করতে তরুণ প্রজন্মকে বইমুখী করতে হবে’

সিলেট বই মেলায় অতিথিরা - ছবি : নয়া দিগন্ত

চব্বিশের বিজয়কে অর্থবহ করতে তরুণ প্রজন্মকে বইমুখী করতে হবে মন্তব্য করে বক্তারা বলেছেন, ‘বই হলো জ্ঞানের আলো ছড়িয়ে দেয়ার প্রধান মাধ্যম। আমাদের তরুণ প্রজন্মকে আগামীর নেতৃত্বের জন্য গড়ে তুলতে হবে। রক্তাক্ত জুলাই আন্দোলনে আমাদের তরুণরা দেখিয়ে দিয়েছে তারা শুধু মেধাবী নয়, অদম্য সাহসীও। এজন্য বইমেলা একটি কার্যকর উদ্যোগ। এই বইমেলা সিলেটের মানুষকে বইমুখী করতে অগ্রণী ভূমিকা রাখবে।’

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ১১ দিনব্যাপী ষষ্ঠ সিলেট বইমেলা ২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল বিপণন প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের (জেওসিএল) পরিচালনা পর্ষদের স্বাধীন পরিচালক প্রাবন্ধিক ও বাচিক শিল্পী সালেহ আহমদ খসরু, প্রধান আলোচক ছিলেন অধ্যক্ষ কবি কালাম আজাদ।

বইমেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও কালান্তর প্রকাশনীর কর্ণধার আবুল কালাম আজাদের সভাপতিত্বে লেখক কামাল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বইমেলা বাস্তবায়ন কমিটির সদস্যসচিব ও জসিম বুক হাউস প্রকাশনীর কর্ণধার মো: জসিম উদ্দিন।

এ সময় অনুষ্ঠানে বক্তব্য দেন কবি ও কথা সাহিত্যিক দেলোয়ারা বেগম, ছড়াকার শাহাদাত বখত শাহেদ, দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার এম জে এইচ জামিল, আলোর অন্বেষণের সভাপতি কবি সাজন আহমদ সাজু, লিয়াকত আলী খান, জসিম বুক হাউজ সাহিত্য পরিষদের সভাপতি ছয়ফুল আলম পারুল প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে সাংবাদিক, লেখক, কবি, ছড়াকারসহ সমাজের প্রতিনিধিত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, ‘৭ জানুয়ারি থেকে শুরু হওয়া কালান্তর প্রকাশনী ও জসিম বুক হাউজ আয়োজিত বইমেলাটি চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। কেন্দ্রীয় শহীদ মিনারের বইমেলায় পাঠক-পাঠিকা, লেখক-লেখিকাসহ সাহিত্যপ্রেমী মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠবে। এবারের বইমেলাটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের উৎসর্গ করা হয়েছে। মেলায় ঢাকা ও সিলেটের ২৯টি প্রকাশনী অংশ নিয়েছে। এর মধ্যে আধুনিক প্রকাশনী, গার্ডিয়ান প্রকাশনী, কালান্তর প্রকাশনী, জসিম বুক হাউস, প্রচ্ছদ প্রকাশন, ইসলাম হাউজ পাবলিকেশন, দারুস সালাম বাংলাদেশ, রিমঝিম প্রকাশনী, মুসলিম ভিলেজ, লোকমান প্রকাশনী, মক্তব প্রকাশনী, সোজলার পাবলিকেশন, মক্কা পাবলিকেশন, বই পল্লী, সিয়ান পাবলিকেশন, সত্যায়ন প্রকাশন, প্রফেসর পাবলিকেশন, বিন্দু প্রকাশ, পেনফিল্ড পাবলিকেশন, আলিফ পাবলিকেশন, রাগীব রাবেয়া ফাউন্ডেশন, নোঙর প্রকাশন, মারুফ প্রকাশন, স্বরবর্ণ প্রকাশনী ও পৈঠা প্রকাশনী রয়েছে।


আরো সংবাদ



premium cement
গাংনীতে সড়ক দুর্ঘটনায় ২ কলেজ ছাত্র নিহত গাড়ি চালিয়ে মাকে নিয়ে লন্ডন ক্লিনিকে তারেক রহমান সিরিয়ার উপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নিতে পারে ইইউ এইচএমপিভি ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই : আইইডিসিআর ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল, সম্পাদক নিরব ধামরাইয়ে ৫টি অবৈধ ইটভাটাকে ২৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা চ্যাম্পিয়নস ট্রফিতে আফগানিস্তান দলের মেন্টর ইউনিস গাজীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ হৃদয়ের লাশ উত্তোলন নোভার্টিসের ২৩০ কোটি টাকার শেয়ার হস্তান্তর প্রতিরোধে আইনি নোটিশ স্ত্রীসহ সাবেক এমপি ইকবালুর রহিমের নামে দুদকের মামলা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে হাসনাত আব্দুল্লাহর আল্টিমেটাম

সকল