০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`

সুনামগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান অবনী মোহন গ্রেফতার

অবনী মোহন দাশ - ছবি : নয়া দিগন্ত

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অবনী মোহন দাশকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় শাল্লা সদর থেকে অবনী মোহন দাস গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিভিন্নভাবে আন্দোলনকারী ও বিরোধী দলের নেতা-কর্মীদের নির্যাতনসহ পুলিশ দিয়ে গ্রেফতার করতে অগ্রণী ভূমিকায় ছিলেন তৎকালীন উপজেলা চেয়ারম্যান অবনী মোহন দাস। ৫ আগস্টের পর তিনি দীর্ঘদিন ধরেই এলাকায় আসেননি। সোমবার বিকেলে হঠাৎ শাল্লা সদরে ঘুরাফেরা করতে দেখে স্থানীয় জনগণের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। খবর পেয়ে শাল্লা থানা পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

তার বিরুদ্ধে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে সুনামগঞ্জ সদর থানার মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অবনী মোহন দাশকে সুনামগঞ্জ সদর থানার মামলায় গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement