০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

সিলেট ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিক তুরাবের নামে গ্যালারির নামকরণের দাবি

সাংবাদিক তুরাবের নামে গ্যালারির নামকরণের দাবিতে স্মারকলিপি - ছবি : নয়া দিগন্ত

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 'শহীদ সাংবাদিক এটি এম তুরাবের নামে গ্যালারির নামকরণের দাবিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতির কাছে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির নেতারা।

সোমবার (৬ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী স্মারকলিপিটি গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, অ্যাসোসিয়েশনের কার্যানির্বাহী কমিটির সদস্য ও দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান সাংবাদিক এটি এম তুরাব ২০২৪ সালের ১৯ জুলাই সিলেটের বন্দরবাজারের পুলিশের গুলিতে নিহত হন। সিলেটে অনুষ্ঠিত হচ্ছে বিপিএল ২০২৫-এর আসর। এই সময়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একটি গ্যালারির নামকরণ করা হয়েছে শহীদ আবু সাঈদের নামে। পূণ্যভূমি সিলেটের সন্তান শহীদ সাংবাদিক এটি এম তোরাবের নামে একটি গ্যালারির নামকরণ করার প্রয়োজনীয়তা রয়েছে বলে আমরা মনে করি। এ বিষয়টি নিয়ে সিলেটের সাংবাদিক সমাজে ব্যাপক আলোচনা হচ্ছে। সিলেটের সাংবাদিক সমাজের আবেগের কথা চিন্তা করে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একটি গ্যালারির নামকরণ ‘শহীদ সাংবাদিক এটি এম তুরাবের নামে করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার দাবি জানানো হয়।

অ্যাসোসিয়েশনের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে আশ্বাস প্রদান করে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী বলেন, বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি। বর্তমানে এবং আগামীতে বিসিবির সিলেট কেন্দ্রীয় সকল কার্যক্রমে বিষয়টি আমরা বিবেচনা করে গুরুত্বের সাথে দেখবো।

এ সময় অ্যাসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মো: নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন, কার্যনির্বাহী কমিটি সদস্য শেখ আশরাফুল আলম নাসির, দৈনিক সিলেটের ডাকের সাবেক সাহিত্য সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার, অ্যাসোসিয়েশনের সদস্য মামুন হোসেন ও ফটো সাংবাদিক রুবেল মিয়া প্রমুখ।


আরো সংবাদ



premium cement