০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

সীমান্তে ১ কোটি ১৯ লাখ টাকার চোরাইপণ্য আটক

- ছবি : নয়া দিগন্ত

ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধ পথে পাচারকালে ১ কোটি ১৯ লাখ টাকার চোরাইপণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

সোমবার (৬ জানুয়ারি) ভোরে সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, প্রতাপপুর, শ্রীপুর, সংগ্রাম, লবিয়া, নোয়াকোট, তামাবিল, বিছনাকান্দি, ডিবিরহাওর এবং লাফার্জে অভিযান পরিচালনা করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

এ সময় বিপুল পরিমান ভারতীয় চিনি, পোস্ত দানা, কেনু, মহিষ, গরু, মদ উদ্ধার করা হয়। আর বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, শিং মাছ এবং চোরাইপণ্য পরিবহনে বব্যহৃত ট্রলি ও প্রাইভেটকার আটক করা হয়েছে। আটক মালামালের আনুমানিকমূল্য-১,১৮,৭০,১০০.০০ (এক কোটি আঠারো লাখ সত্তর হাজার একশত) টাকা মাত্র।

সোমবার সকাল সাড়ে ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: হাফিজুর রহমান।

তিনি বলেন বলেন, ‌উপরের নির্দেশনায় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাইপণ্য জব্দ করা হয়। বিধি মোতাবেক এসব পণ্যের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement

সকল