দোয়ারাবাজার সীমান্ত দিয়ে পাচারকালে ভারতীয় ৭টি গরু জব্দ
- সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)
- ০৬ জানুয়ারি ২০২৫, ১১:৪৪, আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫, ১১:৪৭
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ী সীমান্ত দিয়ে পাচারকালে সাতটি ভারতীয় গরু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, এদিন ভোর রাতে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা সীমান্ত এলাকা থেকে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) বাগানবাড়ী বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) গরুগুলো উদ্ধার করে। উদ্ধার করা গরুগুলোর আনুমানিক মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার ভোর রাতে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা সীমান্ত দিয়ে সাতটি ভারতীয় গরু আনার তথ্য পায় তারা। সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদিরের নির্দেশনায় একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করেন। পরে সাতটি ভারতীয় গরু উদ্ধার করে বাগানবাড়ী ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
জানা গেছে, আটক গরুগুলো পরবর্তী সময়ে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে পাশের দেশে চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানক কার্যক্রম অব্যাহত রয়েছে।’