০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

সিলেটে তাফসির মাহফিলে জনগণের সহযোগিতা চাই : এসএমপি কমিশনার

সিলেটে মাহফিলের মাঠ পরিদর্শনে এসএমপি কমিশনার - ছবি : নয়া দিগন্ত

সিলেট এমসি কলেজ মাঠের ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল সফল করতে জনসাধারণের সার্বিক সহযোগিতা চাই মন্তব্য করে সিলেট মেট্রোপলিটান পুলিশের (এসএমপি) কমিশনার রেজাউল করিম বলেছেন, ‘মাহফিলের দিনগুলোতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি আমরা জনগণেরও সহযোগিতা কামনা করছি।’

রোববার (৫ জানুয়ারি) এমসি কলেজ মাঠ পরিদর্শনের সময় আনজুমানে খেদমতে কোরআনের দায়িত্বশীল ও সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। এ সময় এসএমপির পক্ষ থেকে মাহফিলকে ঘিরে বিভিন্ন পরিকল্পনার কথা জানান কমিশনার।

তিনি জানান, ট্রাফিক ব্যবস্থাপনা, মুসল্লীদের কেউ অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা, ট্রাফিকের প্রয়োজনে বাইপাস রাস্তা, নিয়মিত গাড়ির মুভমেন্ট সহজ করা, সিলেটে অবস্থান করা বিপিএল খেলোয়াড়দের যাতায়াত, ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন, সিটি করপোরেশন থেকে লাইট স্থাপন, ওয়াসব্লক স্থাপন, মাহফিললে মোবাইল চুরি রোধ করা, ভিআইপি অতিথিদের নিরাপত্তা, স্থানীয় জনগণের নিরাপত্তা, আয়োজক কমিটির স্বেচ্ছাসেবক বাড়ানো, পানি পান ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, রাস্তাঘাটে দোকান না বসানো, জরুরি ফায়ার সার্ভিস ব্যবস্থা নিয়ে আলাপ করেন তিনি।

এ সময় পুলিশ কমিশনারের সাথে ছিলেন মো: মাসুদ রানা অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন), মো: এহসান শাহ ডিসি সিটিএসবি, মো: মাহফুজুর রহমান ডিসি দক্ষিণ, মোহাম্মদ সাইফুল ইসলাম এডিসি সিটিএসবি এবং এডিসি মিডিয়া, এডিসি ট্রাফিক তাহের উল্লাহ আশরাফ প্রমুখ।

এ সময় আঞ্জুমানে খেদমতে কোরআন সিলেটের আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন আহ্বায়ক হাফেজ আব্দুল হাই হারুন, সেক্রেটারি হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন, এমসি কলেজ প্রিন্সিপাল আবুল আনাম মো: রিয়াজ, আয়োজক কমিটির সদস্য শাহজাহান আলী, জৈন্তাপুর সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, ফেঞ্চুগঞ্জ সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, এমসি কলেজের ভাইস প্রিন্সিপাল আকমল হোসেন জুয়েল ও আয়োজক কমিটির সদস্য সোহেল আহমদ রিপন, আব্দুল মুকিত, আবুল হাসান রোকনুজ্জামান, আতাউর রহমান প্রমুখ।


আরো সংবাদ



premium cement