০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

বিদেশে উচ্চশিক্ষা লাভের জন্য সিলেট হচ্ছে সম্ভাবনাময় ক্ষেত্র

- ছবি : নয়া দিগন্ত

বিদেশে উচ্চ শিক্ষা লাভের জন্য প্রবাসী অধ্যুষিত সিলেট হচ্ছে সম্ভাবনাময় একটি ক্ষেত্র। কারণ ইউরোপসহ পুরো বিশ্বে সিলেটের অনেক মানুষ স্ব স্ব স্থানে স্বমহিমায় উদ্ভাসিত। সিলেটের এই সম্ভাবনাকে কাজে লাগাতে উচ্চ শিক্ষালাভের নতুন দিগন্তের সূচনা করতে সিলেটে যাত্রা শুরু করেছে এএইচজেড ও এমআইই ইংলিশ।

শনিবার (৪ জানুয়ারি) বিকেলে নগরীর দরগাহ গেইটস্থ এইচএস টাওয়ারে এএইচজেড এসোসিয়েট বাংলাদেশ সিলেট দরগাহ গেট শাখা ও মোস্তফা হাজেরা ফাউন্ডেশন পরিচালিত এমআইই ইংলিশ কোর্স শাখার উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘এএইচজেড বাংলাদেশ ও এমএইচ গ্লোবাল গ্রুপ’র সিইও, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষাবিদ গোলাম মর্তুজা।

তিনি এ সময় বলেন, সিলেটে আজকের এই শাখা উদ্বোধনের মধ্য দিয়ে এ এলাকার শিক্ষার্থীদের উচ্চ শিক্ষালাভে যুক্তরাজ্যসহ বিদেশ গমনে এক নতুন দিগন্তের সূচনা হলো। এর মাধ্যমে তারা নিজেদেরকে আরো বেশি যোগ্য করে গড়ে তুলতে পারবে। তিনি বিশ্বের ১৮টি দেশে পরিচালিত এএইচজেডের উচ্চশিক্ষা প্রসার কার্যক্রম আগামী দিনে বাংলাদেশে আরো গতিশীল ও জোরদারের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। এক্ষেত্রে তিনি সমাজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ সকল মহলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন এইচএম গ্লোবাল গ্রুপের হেড অব অ্যাডমিন মেজর (অব.) তানভির, এএইচজেড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ওয়াহিদ জামান, প্রফেসর প্রনব কান্তি দে ও ইউনিভার্সাল কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ। স্বাগত বক্তব্য দেন সিলেটের শাখা ব্যবস্থাপক রুহিত পারভেজ জয়।

এদিকে শাখার উদ্বোধন শেষে রাতে সিলেটের শিক্ষানুরাগী, বিশিষ্টজন, প্রিন্ট- ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা ছাড়াও সিলেটের সকল শাখায় কর্মরত এএইচজেড-এর কাউন্সিলর, কমপ্লায়েন্সর, কর্মকর্তা- কর্মচারীদের নিয়ে এক নৈশভোজের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আব্দুল হান্নান, সমকালের সিলেট ব্যুরো ফয়সল আহমদ বাবলু, জৈন্তাবার্তার নির্বাহী সম্পাদক ফয়সল আলম, সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোহিত দিদার, সমাজসেবী ফয়জুল হক, দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার এমজেএইচ জামিল, সাংবাদিক রেজা রুবেল ও তাসলিমা খানম বীথি।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এএইচজেড-এর সার্বিক কাউন্সিলিং ও পরামর্শ নিয়ে উচ্চ শিক্ষালাভে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যত এবং সফলতা কামনা করেন। তাদেরকে যোগ্য, দক্ষ সুনাগরিক হিসেবে গড়ে উঠার পরামর্শ দেন তারা। একইসাথে যুক্তরাজ্যের ইমিগ্রেশন রুল মেনে সব ক্ষেত্রে সেদেশের আইনানুযায়ী চলে একাডেমিতে সুষ্ঠ পরিবেশ বজায় রেখে বিদেশের মাঠিতে দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করার আহ্বান জানান নেতারা।


আরো সংবাদ



premium cement