০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

সিলেটে বন্ধুর সাথে দেখা করার কথা বলে নিখোঁজ তরুণ

নিখোঁজ তৈইবুর রহমান - ছবি : নয়া দিগন্ত

সিলেটে বন্ধুর সাথে দেখা করার কথা বলে বাসা থেকে বের হয়েছিলেন তৈইবুর রহমান (১৯) নামে এক কিশোর। এরপর থেকে এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন তিনি। এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

জানা গেছে, গত ২৮ ডিসেম্বর সকালে বন্ধুর বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে যান তৈইবুর। এ ঘটনায় পরে ৩০ ডিসেম্বর তৈইবুর রহমানের মা আঙ্গুরা বেগম সিলেট কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজ তৈইবুর সিলেট নগরের ভাতালিয়া এলাকার ৩১ নম্বর বাসার মরহুম রতন মিয়ার ছেলে ও সদর উপজেলার টুকেরবাজার এলাকার শাহ খুররম ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির কমার্স বিভাগের ছাত্র বলে জানা গেছে।

জিডি সূত্রে জানা গেছে, তৈইবুর রহমান ২৮ ডিসেম্বর সকালে বন্ধুর সাথে দেখা করার কথা বলে বাসা থেকে বের হয়ে যান। দুপুর গড়িয়ে বিকেল পার হলেও বাসায় না ফিরলে পরিবারের লোকজন স্বজন ও বন্ধুদের বাড়িতে খোঁজ করে তার খোঁজ পাননি। পরের দিনও তৈইবুর বাসায় না ফিরলে ৩০ ডিসেম্বর তার মা থানায় ডায়েরি করেন।

এ বিষয়ে তদন্তকারী পুলিশ কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মো: জালাল উদ্দিন নয়া দিগন্তকে বলেন, ‘আমরা বিভিন্ন সূত্র ধরে তাকে খোঁজার চেষ্টা করছি। মুঠোফোনের কল লিস্টকে প্রাধান্য দিয়ে তদন্তকাজ চলছে। আশা করছি, ভালো খবর পাওয়া যাবে।’


আরো সংবাদ



premium cement