তামাবিল মহাসড়কের পাশ থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
- জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা
- ০৫ জানুয়ারি ২০২৫, ১৪:৫১
সিলেটের জৈন্তাপুর উপজেলায় তামাবিল মহাসড়কের পাশ থেকে সালাউদ্দিন (৩৫) নামে এক সেলুন ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৫ জানুয়ারি) ভোরে তামাবিল মহাসড়কের ২ নম্বর লক্ষ্মীপুর গ্রাম-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
সালাউদ্দিন ব্রাহ্মণবাড়ীয়া জেলার আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামের মরহুম খালেক মিয়ার ছেলে। তিনি গত সাত বছর ধরে উপজেলার ৪ নম্বর বাংলা বাজার এলাকায় মসজিদ মার্কেটে সেলুনের ব্যবসা করতেন।
পুলিশ জানায়, গত শনিবার রাতে তার চাচাত বোনের বাসা থেকে রাতের খাবার শেষ করে বাংলা বাজারে ফিরছিলেন সালাউদ্দিন। রোববার ভোরে স্থানীয় এক ব্যক্তি মহাসড়কের পাশে সালাউদ্দিনের লাশ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা জৈন্তাপুর মডেল থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। ওই সময় লাশের মুখমণ্ডল খেতলে যাওয়া অবস্থায় ছিল।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, কোনো বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে। এছাড়াও লাশের আশপাশে কাচের টুকরো পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করে তামাবিল হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান জানান, উদ্ধার হওয়া লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা