সিলেটের তাফসির মাহফিল হবে স্মরণকালের বৃহত্তম সমাবেশ : সেলিম উদ্দিন
- আবদুল কাদের তাপাদার, সিলেট
- ০৪ জানুয়ারি ২০২৫, ২০:৫৯
গোলাপগঞ্জ বিয়ানীবাজার উন্নয়ন ফোরামের সভাপতি ও রাজনীতিক মুহাম্মদ সেলিম উদ্দিন আগামী ৯, ১০ ও ১১ জানুয়ারি আনজুমানে খেদমতে কোরআনের আয়োজনে সিলেটের এমসি কলেজ মাঠে তাফসির মাহফিলকে এ অঞ্চলের স্মরণকালের বৃহত্তম সমাবেশ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
শনিবার (৪ জানুয়ারি) দুপুর ১টায় মাহফিলের ভেন্যু সিলেট এমসি কলেজ মাঠ পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, তাফসির মাহফিলের মাধ্যমে এদেশে ইসলামের প্রচার ও ইসলামি আদর্শ প্রতিষ্ঠার কাজ অব্যাহত রেখেছেন আমাদের আলেম উলামাগণ। দেশের কঠিন সময়ে প্রতিকূল পরিস্থিতিতেও তারা এ কাজ থেকে বিরত হননি। এজন্য অনেক উলামায়ে কেরামকে কারাগারে যেতে হয়েছে। সিলেটের তাফসির মাহফিলে যিনি আসছেন তরুণ যুবকদের কাছে এ সময়ের সবচেয়ে প্রিয় ইসলামিক স্কলার সেই মিজানুর রহমান আজহারিকে দু:খজনকভাবে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছিল। কিন্তু আজ তিনি ফিরে এসেছেন।
দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আজ যে সুবাতাস বইছে তার পেছনে আলেমসমাজের বিরাট অবদান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তারা জালিম শাসকের আমলে প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে ইসলামের দাওয়াতি কাজ চালিয়ে গেছেন। তারা নির্যাতিত হয়েছেন, তাদের চোখের পানিতে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। আল্লাহ তায়ালা তাদের দোয়া কবুল করেছেন। ফলে একটি পরিবর্তন ঘটেছে।
সেলিম উদ্দিন সিলেট শহরবাসীকে ইসলামপ্রিয় ও শান্তিপ্রিয় উল্লেখ করে বলেন, অতীতে মরহুম দেলাওয়ার হোসাইন সাঈদী সাহেবের মাহফিলেও লাখ লাখ সিলেটবাসী সমবেত হতেন। সেই ধারাবাহিকতায় এবারও এমসি কলেজের ঐতিহাসিক মাঠে লাখ লাখ মানুষের ঢল নামবে।
মাঠ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন আনজুমানে খেদমতে কোরআন সিলেটের সহ-সভাপতি হাফেজ আবদুল হাই হারুন, মাহফিল বাস্তবায়ন কমিটির বিভিন্ন দায়িত্বে নিয়োজিত তরুণ শাহজাহান আলী, কুদউল্লাহ মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা নাজমুল ইসলাম, মাওলানা শায়েখ আবদুস সালাম আল মাদানি, সাবেক ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান, ব্যবসায়ী নুরুল আলম, আবদুর রহমান শাহীন প্রমুখ।
সিলেট নগরীর সবচেয়ে বড় এমসি কলেজ মাঠে অনুষ্ঠিত এই মাহফিলে তাফসির পেশ করবেন আল্লামা শায়েখ কামালুদ্দিন জাফরী, ড. মিজানুর রহমান আজহারীসহ দেশ বরেণ্য উলামায়ে কেরাম।
চার দশক ধরে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদরাসা ময়দানে আনজুমানে খেদমতে কোরআন আয়োজিত এই মাহফিলে তাফসির করতেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী।
সিলেটের এই মাহফিলে এবার ড. মিজানুর রহমান আজহারীর উপস্থিতির কারণে আলিয়া মাদরাসা ময়দানের চেয়ে অনেক বড় মাঠ এমসি কলেজ মাঠে মাহফিল স্থানান্তর করা হয়েছে।
আয়োজনকারীরা আশা করছেন এবার মাহফিলে উপস্থিতি ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে।
মাহফিল সফল করতে সমগ্র নগরজুড়ে প্রচারণা জোরদার করা হয়েছে। দিন রাত মাইকিং চলছে। নগরের পয়েন্ট পয়েন্টে ডিজিটাল ব্যানার টানানো হয়েছে। পোস্টারে ছেয়ে গেছে গোটা সিলেট।