দোয়ারাবাজার সীমান্তে ৬২ বস্তা রসুনসহ আটক ৩
- দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা
- ০৪ জানুয়ারি ২০২৫, ১৭:৩৪, আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫, ১৮:২৮
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৬২ বস্তা বাংলাদেশী রসুনসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক।
পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টার দিকে বাংলাদেশ থেকে ব্যাটারিচালিত তিনটি অটোরিক্সাযোগে রসুন বোঝাই করে ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তে এসেছিলেন চোরাকারবারিরা। এমন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় এলাকার কবির মিয়ার বাড়ির কাছে অভিযান চালায় পুলিশ।
এ সময় ভারতীয় সীমান্ত থেকে ৬২ বস্তা রসুন, তিনটি ব্যাটারিচালিত অটোরিক্সাসহ তিন চোরাকারবারিকে আটক করে পুলিশ। আটক হওয়া রসুনের পরিমান এক হাজার ১১৬ কেজি, যার আনুমানিক মূল্য দুই লাখ ২৩ হাজার টাকা।
আটক আসামিরা হলেন উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পালইছড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে জাকির হোসেন (২০), বালিছড়া গ্রামের মন্তাজ উদ্দিনের ছেলে সাখাওয়াত হোসেন কামাল (১৯), উস্তোঙ্গের গাঁও গ্রামের মরহুম আবু বক্কর সিদ্দিকের ছেলে আব্দুল্লাহ আল মোজাহিদ (২০)। তাদের দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা