০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

টাংগুয়ার হাওর থেকে মাছ ধরার ইলেকট্রনিক যন্ত্রসহ আটক ৩

- ছবি : নয়া দিগন্ত

সুনামগঞ্জের তাহিরপুরের টাংগুয়ার হাওরে ফাঁদ দিয়ে বন্য প্রাণী, পাখি, মাছ ও বুনো হাঁস শিকারের দায়ে তিন শিকারিকে আটক করা হয়েছে।

শনিবার ভোরে টাংগুয়ার হাওরের দায়িত্বে থাকা আনসার ও গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সহযোগিতায় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইলেকট্রনিক মাছ ধরার যন্ত্র ও পাখি উদ্ধার করা হয়।

আটকরা হলেন, উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের পানিয়াখালী গ্রামের মনির উদ্দিনের ছেলে আল আমিন (২৪), একই গ্রামের মঞ্জুল হকের ছেলে কামরুল (২০) এবং পাশের মধ্যনগর উপজেলার রুপনগর গ্রামের মোহাম্মদ আলীনুরের ছেলে আতিকুল (২৮)।

আল আমিন ও কামরুলের নামে থানায় নিয়মিত মামলা ও আতিকুলকে মৎস্য সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাখি, বুনো হাঁস, পরিযায়ী পাখি ইত্যাদি শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও টাংগুয়ার হাওরে কঠোর নজরদারি রাখা হচ্ছে।


আরো সংবাদ



premium cement
মেট্রোরেলের সেবায় ভ্যাট অব্যাহতি হেসেখেলেই সিলেটকে উড়িয়ে দিলো রংপুর মেরুদণ্ডহীনদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে রেখে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয় অগ্নিনির্বাপণকর্মী নয়নের পরিবারকে পাঁচ লাখ টাকা দিলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাবেশ মঞ্চে কেন্দ্রীয় নেতারা রংপুরকে বড় লক্ষ্য দিলো সিলেট ম্যানইউর সাথে ঘরের মাঠে ড্র করল লিভারপুল মোসাদ্দেককে দলে ভেড়ালো ঢাকা, এসেছেন সাইদ আজমলও শৈলকুপায় ফুলকপি বিক্রিতে লোকসান, হতাশা চাষিরা চিকিৎসক-নার্সসহ বিএসএমএমইউয়ের ১৫ জন বরখাস্ত বর্ষীয়ান আলী আকবর হারিয়ে গেছেন, তথ‌্য দি‌য়ে সহায়তার আহ্বান

সকল