০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

‘কঠোর পরিশ্রম করেও শ্রমিকরা পারিশ্রমিক থেকে বঞ্চিত’

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা তোফায়েল আহমেদ খাঁন - ছবি : নয়া দিগন্ত

‘কঠোর পরিশ্রম করেও শ্রমিকরা পারিশ্রমিক থেকে বঞ্চিত’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলার প্রধান উপদেষ্টা ও জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খাঁন। তিনি বলেন, অতীতে অনেক সংগঠন শ্রমিকদের মিথ্যা আশ্বাস দিয়েছে, শ্রমিকদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে। তারা শুধু ছিনিমিনি খেলেই ক্ষান্ত হয়নি, শ্রমিক-মালিকদের মধ্যে সঙ্ঘাত সৃষ্টি করেছে। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য দাবার গুটি হিসেবে শ্রমিকদের ব্যবহার করেছে। এ থেকে আমাদের শ্রমিক ভাইদের বেরিয়ে আসতে হবে। নিজেদের অধিকার প্রতিষ্ঠায় ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ ও ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার হতে হবে।

শুক্রবার (৩ জানুয়ারি) তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ খাঁন বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী অতীতে শ্রমিকদের অধিকার হরণ করেছে। শ্রমিকদের জন্য ঝুঁকিহীনভাবে কাজের নিশ্চয়তা তৈরি করে নাই। দেশের ৭০ ভাগ মানুষ বিভিন্ন শ্রমের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত থাকার পরও চিকিৎসা, শিক্ষা ও আধুনিক সুযোগসুবিধা থেকে বঞ্চিত। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক কল্যাণ ফেডারেশনকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।’

ফেডারেশনের তাহিরপুর উপজেলা সভাপতি সালেহ আহমদের সভাপতিত্বে ও নব নিযুক্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ফেডারেশনের সুনামগঞ্জ জেলা শাখা উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ আব্দুল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণের উপদেষ্টা মু. রুকন উদ্দিন, সিলেট মহানগর শ্রমিক কল্যাণের সাংগঠনিক সম্পাদক মো: দিলশাদ মিয়া, ফেডারেশনের সুনামগঞ্জ জেলা সেক্রেটারি লুৎফর রহমান দুলাল, জেলা বারের আইনজীবী অ্যাডভোকেট মহসিন রেজা মানিক, জেলা আইবিডব্লিউ সভাপতি মো: ফরিদ উদ্দিন প্রমুখ।

সম্মেলনে ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি পদে আব্দুল আলিম ইমতিয়াজ, সাধারণ সম্পাদক হিসেবে দেলোয়ার হোসেনকে নির্বাচিত করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি আবিকুল ইসলাম, আতিকুর আতিক, ট্রেড ইউনিয়ন সম্পাদক আবুল কালাম মোল্লা, সহ-ট্রেড ইউনিয়ন সম্পাদিকা তাছলিমা আক্তার, কোষাধ্যক্ষ আজহারুল ইসলাম খোকন, সহকারী সাধারণ সম্পাদিকা নার্গিস আক্তার, সহকারী প্রচার সম্পাদক মরিয়ম আক্তার, সাংগঠনিক সম্পাদক এস এম মিজানুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহানুর মিয়া, প্রচার সম্পাদক ঝুমন আহমদ মিঠুন, সহ-প্রচার সম্পাদক মোশাররফ হোসেন, সাহায্য ও পুনর্বাসন সম্পাদক তোফাজ্জল হোসেন, সহ-সাহায্য ও পুনর্বাসন সম্পাদক আল আমিন, দফতর সম্পাদক পারভেজ আহমদ তালুকদার, সহ-দফতর সম্পাদক জমির আলী, প্রকাশনা সম্পাদক জিয়াউল ইসলাম, সহ-প্রকাশনা সম্পাদক আবুল খয়ের, শিক্ষা সম্পাদক হকচান আব্দুল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক মেহের আলী, সহ-সাংস্কৃতিক সম্পাদক আবুল কালাম, তালিমুল কোরআন সম্পাদক শরিফ হুসাইন, সহ-তালিমুল কোরআন সম্পাদক মোস্তফা কামাল, ক্রীড়া সম্পাদক সফর উদ্দিন, সহ-ক্রীড়া সম্পাদক শাকিল পারভেজ, শামসুর রহমান, পাঠাগার সম্পাদক সাইফুল, সহ-পাঠাগার সম্পাদক আলী হোসেন, সহ-ট্রেড ইউনিয়ন সম্পাদক আনোয়ার হোসেন, দেলোয়ার হোসেন, নাসির উদ্দিন, রেজাউল করিম, সোহেল গনি, সালাম মিয়া, মিলন মিয়া ও মহি উদ্দিন।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী আলজেরিয়ার উদ্যোক্তারা : রাষ্ট্রদূত ৯ জানুয়ারির পর আবারো শৈত্যপ্রবাহ পিআর পদ্ধতির নির্বাচন চালু করতে প্রয়োজনে গণভোট দিন : সেলিম উদ্দিন ঢাবিতে ২৪৪ কোটি টাকা ব্যায়ে ছাত্রী হল নির্মাণের উদ্যোগ সিরিয়ায় ৩৪ টন সহায়তা পাঠালো লিবিয়া সিরাজগঞ্জে জোড়া খুনের মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৮ সোনাগাজীতে ডাকাত দলের সদস্য গ্রেফতার উলিপুরে চর দখলের জেরে নিহত ১ র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত ‘পানামা ফারুক’ তাহসানের শ্বশুর পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলী ও তার স্ত্রী-পুত্রের বিরুদ্ধে দুদকের মামলা সিংড়ায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

সকল