কোরআনই হবে আমাদের একমাত্র সংবিধান : অ্যাডভোকেট জামিল আহমদ রাজু
- জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা
- ০৩ জানুয়ারি ২০২৫, ২১:৩০
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু বলেন, শ্রমিকদের নাজুক অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে শ্রমিকদের চরিত্রহীন, স্বার্থান্বেষী, ধোঁকাবাজ নেতৃত্বের পেছনে না ঘুরে খোদাভীরু, সৎ ও আদর্শ দেশপ্রেমিক নেতৃত্ব গড়ে তুলতে হবে।
তিনি বলেন, আল্লাহর আইন ও রাসুল (স.)-এর আদর্শের মধ্যেই রয়েছে নির্যাতিত, নিপীড়িত ও অসহায় মানুষের মুক্তির পথ। বৈষম্যহীন সমাজ বিনির্মাণে শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।
শুক্রবার (০৩ জানুয়ারি) সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের আওতাধীন হাসপাতাল থানা পূর্ব দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফেডারেশনের হাসপাতাল থানা পূর্ব সভাপতি মোহাম্মদ আল মোমীন ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সদরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর সহ সভাপতি মিয়া মোহাম্মাদ রাসেল, সাংগঠনিক সম্পাদক মো: দিলশাদ মিয়া, নজরুল ইসলাম মারুফ, হাসপাতাল থানা পশ্চিমের সভাপতি আব্দুস সাত্তার, হাসপাতাল থানা পূর্বের সহ সভাপতি কমর উদ্দিন চৌধুরী। নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক আম্বিয়া হোসাইন, শিক্ষা সম্পাদক কবি নজরুল ইসলাম প্রমুখ।
দ্বিবার্ষিক সম্মেলনে থানার ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর শাখা সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা