সিলেটে সাবেক ভাইস চেয়ারম্যান আ’লীগ নেতা আনা আটক
- এমজেএইচ জামিল, সিলেট
- ০৩ জানুয়ারি ২০২৫, ১৯:৪১
এবার র্যাবের হাতে আটক হয়েছেন সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদের অপসারিত ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়া।
শুক্রবার (৩ জানুয়ারি) জুমার পরে ওসমানীনগরের তাজপুর ইউনিয়নে তার নিজ এলাকা উদরকোনা পালপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে র্যাব ৯-এর মিডিয়া অফিসার এএসপি মো: মশিহুর রহমান সোহেল জানান, আটকের পর তাকে ওসমানীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সূত্রে জানা গেছে, গ্রেফতার আওয়ামী লীগ নেতা আনার বিরুদ্ধে জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি বর্ষণের অভিযোগ রয়েছে। এসব অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা